
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ১১:৪৯ এএম
‘পাল্টা দিলে সামলাতে পারবেন’ সাবেকদের উদ্দেশ্যে বাবরের বাবা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১২:৪৪ পিএম

ছেলের হয়ে ব্যাট ধরলেন বাবরের বাবা— সংগৃহীত ছবি
আরও পড়ুন
বাবর আজমকেই নিশানা বানাচ্ছেন সবাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির দায় চাপানো হচ্ছে। প্রশ্ন তোলা হচ্ছে ব্যাটিং স্টাইল, স্ট্যাটস এবং নিবেদন নিয়েও। সাবেক তারকাদের এতশত সমালোচনার পর বাবর বাদ পড়েছেন দল থেকেই। তাতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন বাবরের বাবা আজম সিদ্দিকি। সমালোচকদের একহাত নিয়ে বলেছেন, কি খেলতেন তা জানি।
কদিন পর নিউজিল্যান্ডে যাবে পাকিস্তান। সেখানের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন বাবর। তাইতো বাবরের বাবা ক্ষোভে ফুঁসেছেন। একই সঙ্গে তিনি আশাব্যক্ত করেছেন, বাবর টি-টোয়েন্টিতে ফিরবেন রাজা হয়েই। ইন্সটাগ্রামের পোস্টে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের হুঁশিয়ার করেছেন, ‘পাল্টা বললে সামলাতে পারবেন।’
বাবরের বাবা বলেন, ‘আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের সদস্য হওয়ার পর ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বাবর ন্যাশনাল টি-টোয়েন্টি এবং পিএসএলে পারফর্ম করে দলে ফিরে আসবে ঠিক। যারা ওকে নিয়ে কথা বলছে, সবাই শ্রদ্ধেয় ক্রিকেটার। তাদের ভাষা চয়ন নিয়ে সতর্ক থাকা উচিত। যদি কেউ পাল্টা উত্তর দেয়, তখন নিতে পারবেন তো! আপনারা সাবেক হয়ে গিয়েছেন, জাতীয় দলের জন্য দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘যে সব ক্রিকেটপ্রেমীরা দিনরাত চিৎকার করে চলেছেন, তাদের কাছেও একই অনুরোধ রইলো। সাবেক ক্রিকেটাররা নিজেদের সময় কী করেছেন, তা শোনার আগে একবার পিসিবি ওয়েবসাইট দেখুন। জ্ঞানীদের জন্য একটি ইঙ্গিতই যথেষ্ট।’
বাবরের সময় সত্যিই ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচে একটি ফিফটি পেলেও তা নিয়ে বিস্তর সমালোচনা। বাবর ব্যাট হাতে ধুঁকছিলেন ত্রিদেশীয় সিরিজেও। সবশেষ বাদই পড়তে হয় সময়ের সেরা ব্যাটারদের একজনকে।