Logo
Logo
×

খেলা

আবার সাফের সভাপতি হতে চান সালাউদ্দিন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৯:৩৩ এএম

আবার সাফের সভাপতি হতে চান সালাউদ্দিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) দেড় যুগ সভাপতি পদে থেকে ফুটবলের বারোটা বাজিয়েছেন। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনে (সাফ) রয়েছেন এক যুগ ধরে। 

বাফুফে থেকে বিদায় নিলেও সাফের সভাপতি পদ ধরে রাখতে তৎপর কাজী সালাউদ্দিন। আগামী ৪ এপ্রিল শ্রীলংকার কলম্বোয় সাফের বিশেষ সাধারণ সভা। এই সভার একমাত্র আলোচ্যসূচি গঠনতন্ত্র সংশোধন। 

সাফের বিদ্যমান গঠনতন্ত্রে নির্বাচনে প্রার্থিতার বয়সসীমা রয়েছে, সেই কোটা উঠিয়ে দেওয়ার জন্যই মূলত এই উদ্যোগ। বাফুফে ও সাফ দুই মাধ্যমে বিষয়টি জানা গেছে।

২০২২ সালের সাফের গঠনতন্ত্রের তৃতীয় অধ্যায়ের ৩১ অনুচ্ছেদের ৫ নম্বর ধারায় রয়েছে, সাফের নির্বাহী কমিটির প্রত্যেক প্রার্থীর নির্বাচনের সময় ৭০ বছরের মধ্যে থাকতে হবে। শ্রীলংকায় বিশেষ সভায় বয়সের এই কোটা তুলে নেওয়ার প্রস্তাব করা হবে।

সভায় উপস্থিত সংখ্যার চার ভাগের তিন ভাগের সম্মতিতে গঠনতন্ত্র সংশোধন সম্ভব, উল্লেখ রয়েছে ২৮ অনুচ্ছেদের ৪ নম্বর ধারায়। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) সাফে নির্বাচনের বয়সসীমা বাদ দেওয়ার জন্য প্রস্তাব করেছিল। যেখানে সম্মতি দেয় বাংলাদেশ, শ্রীলংকা ও ভুটান। 

চারটি দেশ ইতোমধ্যে বয়সসীমা তুলে নেওয়ার পক্ষে থাকায় এই প্রস্তাব পাশ হওয়া সময়ের ব্যাপার। এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) নির্বাচনে বয়সসীমা তুলে নিয়েছে।

বাফুফের গঠনতন্ত্রে ২৫ বছরের কম ও ৭২ বছর বয়সের বেশি নির্বাচনে অযোগ্যের বিধান রয়েছে। সাফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের জন্ম ১৯৫৪ সালে (৭১ বছর)। সাফের বর্তমান কমিটির মেয়াদ ২০২৬ সালের জুনে শেষ হবে।

বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী বয়সের জন্য ২০২৬ সালের নির্বাচনে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ছিল না। সভায় বয়সের বিষয়টি উঠে গেলে সাফে সালাউদ্দিনের ফের প্রার্থী হতে বাধা থাকবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম