Logo
Logo
×

খেলা

আন্তর্জাতিক মাস্টার হতে দুই জয় চাই তাহসিনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৯:২২ এএম

আন্তর্জাতিক মাস্টার হতে দুই জয় চাই তাহসিনের

ছবি: সংগৃহীত

বিশ্ব জুনিয়র দাবায় আন্তর্জাতিক মাস্টারের খেতাব জিততে দুটি জয় প্রয়োজন। সেখানে ড্র করে বসেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

বুধবার রাতে মন্টেনেগ্রোতে অনুষ্ঠিত নবম রাউন্ডে কানাডার আন্তর্জাতিক মাস্টার আটানাসোভ অ্যান্টোনির সঙ্গে ড্র করেন তাহসিন। তার নয় খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট এখন তার।

চলমান বিশ্ব দাবা প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার নর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহসিনের। এজন্য শেষ দুই রাউন্ডে জিততে হবে তাকে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক আরবিটর (বিচারক) হারুনুর রশিদ। তিনি বলেন, ‘তাহসিনকে এখন আইএম অর্জন করতে হলে দুটো খেলাই জিততে হবে।’ 

আন্তর্জাতিক মাস্টার নর্ম পেতে হলে পারফরম্যান্স রেটিং ২৪৫০ হতে হয়। সপ্তম রাউন্ড শেষে ২৪৩৯ রেটিং ছিল তাহসিনের। অষ্টম রাউন্ডে হার ও নবম রাউন্ডে ড্র করায় তিনি পিছিয়ে পড়েন।

এদিকে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নয় খেলায় পাঁচ পয়েন্ট পেয়েছেন। কাজাখস্তানের ফিদে মাস্টার আখিলবে ইমানগালির সঙ্গে ড্র করেন তিনি। মনন রেজা কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে ফোর নাইটস বিশ্লেষণ ধারার বিরুদ্ধে খেলে ২৪ চালে ড্র করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম