
চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০১৭ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি। এবারের আসরের আয়োজকও ছিল পাকিস্তান। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে টানা তিন ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় স্বাগতিকরা।
বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার বাবর আজমকে নিয়ে কঠোর সমালোচনায় মেতেছেন সাবেক তারকারা। যারা বাবরের সমালোচনা করছেন তাদের তুলনায় কোনো অংশে কম রেকর্ড গড়েননি বাবর।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে পাকিস্তানের কিংবদন্তিদেরকেও ছাড়িয়ে গেছেন বাবর। অথচ দলের বাজে পারফরম্যান্সের কারণে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শুধু তাই নয়, ১৬ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই দলে রাখা হয়নি বাবর আজমকে। অথচ এই বাবর আজমই গত বছর টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচে ১৩৩.২১ স্ট্রাইক রেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৩৮ রান করে আইসিসি বর্ষসেরা দলে ছিলেন।
তাইতো সমালোচকদের কথায় কান না নিয়ে বাবরের রেকর্ড দেখার পরামর্শ দিয়েছেন বাবর আজমের বাবা আজম সিদ্দিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবরের বাবা এক পোস্টে লিখেছেন, আমি সব সম্মানিত ও কিংবদন্তি খেলোয়াড়কে অনুরোধ করছি, কথা বলার সময় সতর্ক থাকুন। যদি কেউ জবাব দেয়, তাহলে হয়তো সহ্য করতে পারবেন না। আপনারা অতীত, জাতীয় দলের দরজা আপনাদের জন্য আর কখনো খুলবে না।
বাবরের বাবা আরও লেখেন, আইসিসি টি-টোয়েন্টি দলের বছরের সেরা দলে থাকা এবং ক্যাপ পাওয়া সত্ত্বেও দল থেকে বাবর বাদ পড়েছেন। এটি ব্যাপার নয়। সে জাতীয় টি-টোয়েন্টি ও পিএসএলে ভালো পারফরম্যান্স করবে এবং শিগগিরই দলে ফিরে আসবে।’
পাকিস্তানের সমর্থকদের বাবরের রেকর্ডের দিকে চোখ বোলানোর অনুরোধ পরামর্শ দিয়ে বাবরের বাবা লিখেন, যারা ক্রিকেট ভালোবাসেন, আমি তাদের অনুরোধ করছি, সারা দিন অনেক কথা বলে যারা সমস্যা তৈরি করে, তাদের কথা শোনার আগে একবার পিসিবির ওয়েবসাইটে তার পারফরম্যান্স দেখে নিন। বাকিদের জন্য এটুকুই যথেষ্ট।