
এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি নিতে গতকালই সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। জামাল ভূঁইয়ারা অবশেষে সৌদি পৌঁছে গেছেন। তবে সৌদি পা রেখেই আজ অনুশীলনে নেমে গেছে বাংলাদেশ দল।
গতকাল দুপুরে বাংলাদেশ সৌদির বিমানে ওঠে। যদিও ভিসা জটিলতার কারণে রহমত মিয়া যেতে পারেননি এই বিমানে।
নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতেই ঢাকা ছাড়ে বিমানটি। এরপর চট্টগ্রামে আরও কিছুক্ষণ দেরি হয়। সেখান থেকে সৌদির জেদ্দায় পৌঁছে দল।
এরপর দলের গন্তব্য হয় তায়েফে। সেখানে আজ বাংলাদেশ সময় ভোর ৫টায় পা রাখে জামাল ভূঁইয়ারা। দীর্ঘ ভ্রমণের পর দল হোটেলে পৌঁছে বিশ্রাম নেয়।
বিশ্রাম শেষে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামার কথা বাংলাদেশ দলের। একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাংলাদেশ দলের ভারত মিশন মাঠে গড়াবে শিলংয়ে। তাইফের আবহাওয়া ও কন্ডিশন ভারতের শিলংয়ের আবহাওয়ার সঙ্গে অনেকটাই মিল থাকায় এই প্রস্তুতি ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস বাফুফের।