Logo
Logo
×

খেলা

আবারও চোট মাহমুদউল্লাহর, মাঠে ফিরবেন কবে?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৮:৫৫ পিএম

আবারও চোট মাহমুদউল্লাহর, মাঠে ফিরবেন কবে?

মাহমুদউল্লাহ রিয়াদ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও চোটের কারণে খেলতে পারেননি। এবার তিনি ঢাকা প্রিমিয়ার লিগেও শিকার হলেন একই পরিস্থিতির। চোটের কারণে মোহামেডানের হয়ে খেলতে পারেননি তিনি। 

ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুবাইয়ে প্রথম অনুশীলন সেশন কাটায় দল। সে সেশনেই ডান পায়ের মাংসপেশিতে টান পড়েছিল মাহমুদউল্লাহর। সেই চোট এখনও পুরোপুরি সারেনি, সে কারণেই তিনি মাঠের বাইরে আছেন।

ডিপিএলে এবার তিনি খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। প্রথম ম্যাচে মাঠেও নেমেছিলেন। গুলশানের বিপক্ষে তেমন কিছুই করতে পারেননি। ১০ রান করে আউট হয়েছেন তিনি। 

এরপর আজ বৃহস্পতিবার মোহামেডানের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। পুরোনো পেশির চোটেই ভুগছেন তিনি। সে কারণে তাকে বিশ্রামে রেখেছে তামিম ইকবালের দল।

এখানেই শেষ নয়। মাঠে ফিরতে আরও কিছুদিন সময় চাই মাহমুদউল্লাহর। সেরে উঠতে নিদেনপক্ষে ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগবে তার। তবে ফিটনেসের কারণে আরও বেশি সময় লাগতে পারে তার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম