-67c962ff5d6c2.jpg)
ছবি: সংগৃহীত
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়েছেন দিমুথ করুণারত্নে। সেই তিনি এবার বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমের বিদায়ে আবেগী বার্তা দিয়েছেন। জানিয়েছেন, তার চোখে বাংলাদেশের ক্রিকেটে হিরো মুশফিক।
বুধবার রাতে দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে অধ্যায়ের ইতি টেনেছেন মুশফিক। বিদায় বলার আগে এই ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক তিনি। মুশফিকের অবসর ঘোষণার পর দেশের প্রায় সবাই নানা বার্তা দিয়েছেন, স্মৃতিচারণ করেছেন। সে তালিকায় এবার যোগ হলেন লংকান কিংবদন্তি করুণারত্নে।
মুশফিককে নিয়ে করুণারত্নে লিখেছেন, ‘আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশি ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি। এক দশকেরও বেশি সময় ধরে সে ওয়ানডে দলের মেরুদণ্ড। খেলার প্রতি তার নিষ্ঠা, দক্ষতা এবং আবেগ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। দৃঢ় ব্যাটিং থেকে শুরু করে তীক্ষ্ণ উইকেটকিপিং, মুশফিক সর্বদা দলের জন্য তার সেরাটা দিয়েছেন।’
শেষে মুশফিককে ধন্যবাদ দিয়ে লংকান এই ক্রিকেটার বলেন, ‘ওয়ানডে ক্রিকেটের স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ মুশফিকুর! আপনি সবসময় বাংলাদেশ ক্রিকেটের একজন হিরো থাকবেন।’
২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি ওয়ানডে খেলে মুশফিকের রান ৭৭৯৫। যেখানে তার ক্যারিয়ারসেরা ইনিংসটি লংকানদের বিপক্ষে ১৪৪ রানের।