
ছবি: সংগৃহীত
কোনো হিসাব-নিকাশ ছাড়াই বিশেষজ্ঞরা মত দিচ্ছেন—ব্যাটিংই ডুবিয়েছে পাকিস্তানকে। ঘরের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে মোহাম্মদ রিজওয়ানদের। এরআগে আইসিসির আরও দুটি টুর্নামেন্টে ছন্নছাড়া বোলিং। এবার লেগেছে পরিবর্তনের হাওয়া। কোচিং প্যানেলেও লাগছে সেই ছোঁয়া। বাবরদের ব্যাটিং কোচ চাকরি হারিয়েছেন, নতুন করে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইউসুফ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে। আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেই নতুন দায়িত্ব সামলাবেন ইউসুফ। এর আগে এই দায়িত্বে ছিলেন শহীদ আসলাম।
গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের নির্বাচক কমিটির দায়িত্ব ছাড়েন ইউসুফ। এরপর সাবেক এই তারকা কাজ করেন পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে। কয়েক মাসের ব্যবধানে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন।
পাকিস্তানের নির্বাচক এবং অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন কিংবদন্তি ব্যাটসম্যান। তার কোচিংয়ে নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটিং ইউনিট ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার।