-67c938e8939b2.jpg)
ছবি: সংগৃহীত
আইসিসি ইভেন্টে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি পাকিস্তান। সবশেষ ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। এই অবস্থায় পাকিস্তান দলের ব্যর্থতার জন্য অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদকে দায়ী করেছেন সদ্য সাবেক কোচ জেসন গিলেস্পি। আকিবকে জোকার বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিয়োগ দেওয়া হয়েছিল গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পিকে। তবে এ দুজনের কেউই তাদের মেয়াদ পূরণ করতে পারেননি। প্রথমে দায়িত্ব ছাড়েন কারস্টেন। পরে তিন ফরম্যাটে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয় গিলেস্পির কাঁধে। সেই তিনি ঘরের মাঠে পাকিস্তান দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত করছিলেন। তবে শেষ পর্যন্ত গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দায়িত্ব ছাড়তে হয় তাকেও। অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় আকিব জাভেদকে।
দায়িত্ব ছাড়ার বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার পাকিস্তানের ব্যর্থতার পর মুখ খুলেছেন গিলেস্পি। যেখানে গ্যারি ও তার দায়িত্ব ছাড়ার পেছনে তিনি দায়ী করেছেন আকিবকে।
সম্প্রতি পাকিস্তানের ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে আকিব বলেন, ‘আমরা গত দুই বছরে প্রায় ১৬ জন কোচ এবং ২৬ জন নির্বাচক পরিবর্তন করেছি। আপনি বিশ্বের যে দলের ওপর এই ফর্মুলা প্রয়োগ করবেন তাদেরও একই অবস্থা হবে। যতক্ষণ না আপনি ওপর থেকে নিচে ধারাবাহিকতা বজায় রাখবেন ততক্ষণ আপনার দল উন্নতি করবে না।’
তার এমন বক্তব্যের পর এবার মুখ খুলেছেন গিলেস্পি। আকিবের এমন মন্তব্যকে হাস্যকর বলেছেন সাবেক অজি এই কিংবদন্তি। তিনি বলেন, ‘আকিব স্পষ্টতই গ্যারি এবং আমার বিরুদ্ধে গোপনে সব ফরম্যাটে কোচ হওয়ার ষড়যন্ত্র চালিয়েছিল। তিনি একজন জোকার।’