Logo
Logo
×

খেলা

মুশফিকের যে বীরত্ব মনে করিয়ে দিলেন মাহমুদউল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৯:৫২ এএম

মুশফিকের যে বীরত্ব মনে করিয়ে দিলেন মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

জাতীয় দলের ওয়ানডে জার্সিটা আজীবনের জন্য তুলে রাখার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার এমন ঘোষণা দেওয়ার আগে জাতীয় দলের হয়ে ২৭৪টি ম্যাচ খেলেছেন মুশফিক। যেখানে তার রান ৭৭৯৫। দেশের হয়ে তামিম ইকবালের পর এই ফরম্যাটে যা দ্বিতীয় সর্বোচ্চ।

১৮ বছর ২০২ দিনের দীর্ঘ ক্যারিয়ারে মিডল অর্ডারে বাংলাদেশের ব্যাটিংয়ের মূল স্তম্ভ ছিলেন মুশফিক। বহু ম্যাচে বাংলাদেশ দলকে টেনে তুলেছেন। জয়ে নেতৃত্ব দিয়েছেন। মুশফিকের তেমনই এক ইনিংসের বীরত্বের কথা শুনিয়েছেন জাতীয় দলের দীর্ঘ দিনের সতীর্থ ও তার পারিবারিক আত্মীয় মাহমুদউল্লাহ।

মুশফিকের বিদায় নিয়ে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে পাঁজর ভাঙা সেঞ্চুরিটা আমার এখনও মনে আছে। এটা খেলার প্রতি তোমার শ্রদ্ধা, উৎসর্গ এবং সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রমী মানসিকতা প্রদর্শন করে। তোমার এই ইনিংসটি যেকোনো ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন। লাল বলের যাত্রার জন্য তোমাকে শুভকামনা।#LEGEND’

২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মুশফিকের আইকনিক ১৪৪ রানের ইনিংসটির কথা বলেছেন মাহমুদউল্লাহ। যেখানে মুশফিকের ওই ইনিংসটির কারণেই লংকানদের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছিল বাংলাদেশ। পরে যা বাংলাদেশকে ১৩৭ রানের বড় জয় পাইয়ে দিয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম