Logo
Logo
×

খেলা

প্রথম জয়ের সন্ধানে মোহামেডান-আবাহনী

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৯:৪০ এএম

প্রথম জয়ের সন্ধানে মোহামেডান-আবাহনী

ছবি: সংগৃহীত

নবাগত গুলশান ক্লাবের কাছে হেরে শুরু করা ফেভারিট মোহামেডান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আজ মিরপুর স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হবে। প্রথম ম্যাচে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীও।

বিকেএসপির চার নম্বর মাঠে আবাহনীর প্রতিপক্ষ গুলশান ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে। মিরপুরে মোহামেডানের ম্যাচ টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে।

বিকেএসপির দুটি ম্যাচ দেখা যাবে টি স্পোর্টের ডিজিটাল প্ল্যাটফর্মে। প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক জিতলেও মাঠে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার জন্য তাদের অধিনায়ক, কোচ ও ম্যানেজারকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

প্রথম রাউন্ডের ম্যাচে হারের সঙ্গে জরিমানাও গুনতে হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয়কেও। প্রথম রাউন্ডে হারের পর জয়ে ফিরতে মরিয়া মোহামেডান ও আবাহনী। রূপগঞ্জ টাইগার্স প্রথম ম্যাচে হারলেও তারা শক্ত প্রতিপক্ষ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম