
ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলকে কেন্দ্র করে তারকাবহুল একটি তালিকা গড়ে উঠেছে আসন্ন হান্ড্রেড ড্রাফটে। অস্ট্রেলিয়ান এই দুই ক্রিকেটারের পাশাপাশি আন্দ্রে রাসেল, সোফি ডিভাইন, ডিএন্দ্রা ডোটিন ও অ্যালিসা হিলির মতো তারকারাও ১২ মার্চ অনুষ্ঠেয় ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন।
ম্যাক্সওয়েল এর আগে হান্ড্রেডে খেললেও ওয়ার্নারের জন্য এটি হবে প্রথমবার, যদি কোনো দল তাকে দলে নেয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।
বিদেশিদের পাশাপাশি ইংল্যান্ডের জেমি ওভারটন, সোফিয়া ডানকলে, ইসি ওং, রেহান আহমেদ ও রিস টপলির মতো স্থানীয় ক্রিকেটাররাও ড্রাফটে নাম লিখিয়েছেন।
পেসার জেমস অ্যান্ডারসনও ড্রাফটে রয়েছেন। ৪৩ বছর বয়সে পা রাখা এই ইংলিশ তারকা কখনো হান্ড্রেড খেলেননি। গত বছর আইপিএল নিলামে নাম তুললেও কোনো দল তাকে নেয়নি। তারকা তালিকায় আছেন অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফও।
হান্ড্রেডের আটটি দল এরই মধ্যে কিছু খেলোয়াড় ধরে রেখেছে ও নতুনভাবে চুক্তি করেছে। বাকি খেলোয়াড়দের দলে ভেড়াতে ড্রাফটের দিকেই তাকিয়ে থাকবে দলগুলো। আগামী ৫ আগস্ট মাঠে গড়াবে এবারের আসর।