Logo
Logo
×

খেলা

ইমরানুরকে ছাড়াই সাউথ এশিয়ান অ্যাথলেটিক্সে যাচ্ছে বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৮:৫৪ পিএম

ইমরানুরকে ছাড়াই সাউথ এশিয়ান অ্যাথলেটিক্সে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আসন্ন দক্ষিণ এশীয় সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ১৪ জন অ্যাথলেট বেছে নিয়েছে। তবে দলের বাইরে রাখা হয়েছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি স্প্রিন্টার ইমরানুর রহমানকে। আগামী ৩-৫ মে ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি।  

বাংলাদেশের অ্যাথলেটরা ছয়টি পুরুষ বিভাগের ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে— ১০০ মিটার স্প্রিন্ট, ৪০০ মিটার স্প্রিন্ট, ৪০০ মিটার হার্ডলস, ১১০ মিটার হার্ডলস, লং জাম্প ও হাই জাম্প। নারীরা অংশ নেবে তিনটি ইভেন্টে— ১০০ মিটার স্প্রিন্ট, হাই জাম্প ও লং জাম্প।  

নির্বাচিত ১৪ অ্যাথলেটের মধ্যে ১১ জন সদ্যসমাপ্ত ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী, আর তিনজন ১০০ মিটার স্প্রিন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করেছেন।  

বিএএফের সাধারণ সম্পাদক শাহ আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা তাদের বাছাই করেছি যারা জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করেছে এবং যাদের টাইমিং ২০১৯ সালের এসএ গেমসের কাছাকাছি ছিল।’  

তবে দেশের দ্রুততম স্প্রিন্টার ইমরানুর রহমানকে কেন বিবেচনায় নেওয়া হয়নি, সেই প্রশ্নে শাহ আলম বলেন, ‘আমরা তাকে তখনই বিবেচনায় আনব যখন এসএ গেমসের প্রস্তুতি শুরু করব। সে যদি ট্রায়াল পাস করতে পারে, তাহলে বাংলাদেশকে আবারও প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।’  

পাঁচবারের দ্রুততম স্প্রিন্টার ইমরানুর জাতীয় চ্যাম্পিয়নশিপ এড়িয়ে গেছেন চোটের ঝুঁকি এড়াতে, কারণ তিনি সম্প্রতি অস্ত্রোপচারের পর পুনর্বাসনে আছেন। তবে তিনি ইংল্যান্ডে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং জানিয়েছেন যে, তিনি আগামী আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকবেন।  

নির্বাচিত অ্যাথলেটরা ৬ মার্চ থেকে ১ মে পর্যন্ত বনানীর আর্মি স্টেডিয়ামে অনুশীলন করবেন। বাংলাদেশ সেনাবাহিনী স্পোর্টস কন্ট্রোল বোর্ড ট্র্যাক, জিমনেসিয়াম ও প্রশিক্ষণ সামগ্রী সরবরাহ করবে, এবং অ্যাথলেটরা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডরমিটরিতে থাকবেন।  

বিএএফের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কিতাব আলী ক্যাম্পের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন, আর কোচ হিসেবে থাকবেন ফরিদ খান চৌধুরী, আব্দুল্লাহ হেল কাফি ও ফৌজিয়া হুদা জুই।  

বাংলাদেশ স্কোয়াড:
পুরুষ:
এম ইসমাইল, এম রাকিবুল হাসান, এম জুবাইল ইসলাম (১০০ মিটার), জহির রায়হান (৪০০ মিটার), মাহফুজুর রহমান (হাই জাম্প), নাজিমুল হোসেন রনি (৪০০ মিটার হার্ডলস), মো. মাসুদ রানা (১১০ মিটার হার্ডলস), মো. তানভীর ফয়সাল (১১০ মিটার হার্ডলস), মো. আল-আমিন (ম্যারাথন)।  

নারী: শিরিন আক্তার, সুমাইয়া দেওয়ান (১০০ মিটার স্প্রিন্ট), মোস্ত রিতু আক্তার (হাই জাম্প), সোনিয়া আক্তার (লং জাম্প)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম