Logo
Logo
×

খেলা

রেকর্ডবইয়ে তোলপাড় ফেলল নিউজিল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:১৫ পিএম

রেকর্ডবইয়ে তোলপাড় ফেলল নিউজিল্যান্ড

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ড দারুণ এক ইনিংসই উপহার দিল আজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৬২/৬ রান সংগ্রহ করেছে দলটা। যা আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নকআউট পর্বে সর্বোচ্চ দলীয় স্কোর। একইসঙ্গে এই এক ইনিংসে নিউজিল্যান্ড ভাগ বসিয়েছে একগাদা রেকর্ডে।

এটি আইসিসির ওয়ানডে টুর্নামেন্টের নকআউট পর্বে তৃতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ৩৯৭/৪ রান ছিল নকআউট পর্বের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 

এই ইনিংস নিউজিল্যান্ডের জন্য আরও এক বিশেষ রেকর্ডের সাক্ষী। এটি তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০০-এর বেশি রান করা ইনিংস। এর আগে গত মাসে একই ভেন্যুতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে তারা ৩০৫ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল।  

নিউজিল্যান্ডের ইনিংসে একাধিক সেঞ্চুরির নজিরও দেখা গেছে। রাচিন রবীন্দ্র ও অধিনায়ক কেন উইলিয়ামসন দুজনেই শতক হাঁকিয়েছেন, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে মাত্র ষষ্ঠবারের মতো কোনো দলের ইনিংসে দুই ব্যাটসম্যানের শতক করার ঘটনা। 

এর আগে ২০০২ সালে ভারতের সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দর শেহবাগ, ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো, ২০০৯ সালে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শেন ওয়াটসন, ২০১৭ সালে বাংলাদেশের সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ এবং ২০২৫ সালে নিউজিল্যান্ডের উইল ইয়াং ও টম ল্যাথাম এই কীর্তি গড়েছিলেন।  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ প্রথম ইনিংসের স্কোর
৩৬২/৬ - নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, লাহোর, ২০২৫ দক্ষিণ আফ্রিকা
৩৫১/৮ - ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, লাহোর, ২০২৫ 
৩৪৭/৪ - নিউজিল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, দ্য ওভাল, ২০১৭
৩৩৮/৪ - পাকিস্তান বনাম ভারত, দ্য ওভাল, ২০১৭ ফাইনাল
৩৩১/৭ - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, কার্ডিফ, ২০১৩

আইসিসি ওডিআই টুর্নামেন্টের নকআউটে সর্বোচ্চ স্কোর
৩৯৭/৪ - ভারত বনাম নিউজিল্যান্ড, মুম্বাই ওয়ানডে,  ২০২৩ বিশ্বকাপ সেমিফাইনাল
৩৯৩/৬ - নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ওয়েলিংটন, ২০১৫ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল
৩৬২/৬ - নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, লাহোর, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ দক্ষিণ আফ্রিকা
৩৫৯/২ - অস্ট্রেলিয়া বনাম ভারত, জোহানেসবার্গ, ২০০৩ বিশ্বকাপ ফাইনাল
৩৩৮/৪ - পাকিস্তান বনাম ভারত, দ্য ওভাল, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ ফাইনাল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ইনিংসে একাধিক ব্যক্তিগত সেঞ্চুরি
২ - বীরেন্দ্র শেবাগ এবং সৌরভ গাঙ্গুলি (ভারত) বনাম ইংল্যান্ড, কলম্বো আরপিএস, ২০০২
২ - ক্রিস গেইল এবং ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) বনাম ইংল্যান্ড, আহমেদাবাদ, ২০০৬
২ - রিকি পন্টিং এবং শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) বনাম ইংল্যান্ড, সেঞ্চুরিয়ন, ২০০৯
২ - সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ (বাংলাদেশ) বনাম নিউজিল্যান্ড, কার্ডিফ, ২০১৭
২ - উইল ইয়ং এবং টম ল্যাথাম (নিউজিল্যান্ড) বনাম পাকিস্তান, করাচি, ২০২৫
২ - রচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) বনাম দক্ষিণ আফ্রিকা, লাহোর, ২০২৫

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম