Logo
Logo
×

খেলা

তামিমের বিসিবিতে আসার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন আকরাম খান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম

তামিমের বিসিবিতে আসার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন আকরাম খান

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। এখনো চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। একইসঙ্গে শুরু করে দিয়েছেন সংগঠক হিসেবে যাত্রাও। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গুলশান ক্রিকেট ক্লাবের পৃষ্ঠপোষকতা করছেন তিনি। সবমিলিয়ে তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারণী পর্যায়ে আসার গুঞ্জন জোরালো হচ্ছে।

বুধবার (৫ মার্চ) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তামিমের চাচা ও বর্তমান বোর্ড পরিচালক আকরাম খান। তামিমের বোর্ডের আসার বিষয়ে প্রশ্ন করা হলে এই বিসিবি কর্তা বলেন, ‘বোর্ডে আসাটা ডিপেন্ড করে কে কীভাবে আসতে চাচ্ছে। যেমন ধরেন আমার খেলা শেষ করার পর ইচ্ছা ছিল যে ক্রিকেট বোর্ডে আসা। অনেকে হয়তো আসেনি, ওদের ইন্টারেস্ট নেই।’

‘যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটের সাথে আছে, শুধু ক্রিকেট না যেকোন স্পোর্টসে তাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ফুটবল আছে, হকি আছে। তারা আসলে ক্রিকেটের জন্য, স্পোর্টসের জন্য ভালো’-যোগ করেন তিনি।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচের দুটিতে হেরে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক নিম্নগামী পারফরম্যান্স গ্রাফ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরামের মূল্যায়ন, ‘নিজ থেকে যদি উন্নতি না করেন, তাহলে আপনি ভালো ক্রিকেটার হতে পারবেন না। ভালো ক্রিকেটার হতে পারবেন কিন্তু মানসম্পন্ন ক্রিকেটার লাগবে। বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো ক্রিকেটার অনেক আছে কিন্তু কোয়ালিটি ক্রিকেটার অনেক কম। যেটা (কোয়ালিটি ক্রিকেটার) অন্য দেশে অনেক বেশি।’

আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো করতে ক্রিকেটারদের কেমন পরিকল্পনা করতে হবে, সেটাও বাতলে দিয়েছেন এই বোর্ড পরিচালক, ‘আমরা হয়তোবা ঘরোয়া ক্রিকেট, বিপিএলে কিছু রান করে মনে করি অনেক ভালো ক্রিকেটার হয়ে গিয়েছি। আসলে নিজেদেরই চিন্তা করা উচিত। আমরা যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলব, কত মাইল বেগের বল মোকাবিলা করব, কী স্পিনারদের মোকাবিলা করব এগুলো সবই আসলে চিন্তার ব্যাপার এবং এগুলো উন্নতি করলেই একটা ভালো পর্যায়ে যাব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম