
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৪৮ পিএম
ফাইনালের আগে তারকা অলরাউন্ডারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০১:৫৪ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বোলিংয়ে একজন বাড়তি অপশন লাগবে, হার্দিক পান্ডিয়া আছেন। ব্যাটিংয়ে দলের হাল ধরা কিংবা দ্রুত রান তোলার ক্ষেত্রেও তার জুড়ি মেলা ভার। তবে ভারতের দুশ্চিন্তা বাড়াচ্ছেন হার্দিক। চোটে পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল থেকে ছিটকে যেতে পারেন।
ভারতের তারকা অলরাউন্ডারকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছে হিন্দুস্থান টাইমস। ভারতের গণমাধ্যমটি জানিয়েছে, সেমিফাইনালে খোঁড়াতে থাকা হার্দিক চোটে পড়তে পারেন। হতে পারে সেটি হ্যামস্ট্রিং বা গোড়ালিতে ইনজুরি।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) March 4, 2025
দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের মাঝে চোট পান হার্দিক। অজিদের দেওয়া লক্ষ্য তাড়ায় নেমে দলকে ঝোড়ো ব্যাটিংয়ে টানেন। ইনিংসের ৪৭তম ওভারের দিকে দেখা যায় হাঁটুতে হাত দিয়ে বসে পড়েছেন হার্দিক। সেই সমস্যায় বেশ কিছু সময় ভুগতে দেখা যায়। একসময় তো লোকেশ রাহুল তাকে দুই রান নিতে নিষেধও করে দেয়।
টিভিতে যেমন দেখা গেছে, সেই বিবেচনায় হার্দিকের চোট বেশ গুরুতর। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কিছু জানানো হয়নি। হার্দিকের চোটের কি অবস্থা, তাও জানা যায়নি। তবে সত্যিই যদি চোট পেয়ে থাকেন, তবে হার্দিক বিশ্রাম নিয়ে কাটিয়ে ওঠার বেশ খানিকটা সময় পাচ্ছেন।
চোটের মাত্রা কম হলেই রোহিত শর্মাদের দুশ্চিন্তা কমবে। অন্যথায় শিরোপার মঞ্চে একজন বাড়তি পেসার ও ব্যাটার হারাবে ভারত। যা রোহিতদের জন্য বিরাট ধাক্কাই হবে।
ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
আরও পড়ুন