
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ১১:৩৬ এএম
‘অন্যায্য সুবিধা নিচ্ছে ভারত?’ জবাবে গম্ভীর—ওরা ছিঁচকাঁদুনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:০০ পিএম
-67c7e871ed4fe.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বাড়তি সুবিধা পাচ্ছে ভারত—বাক্যটি ঘুরিয়ে ফিরিয়ে ডজনখানেক খেলোয়াড় বলেছেন। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি গড়ার দিকেও আঙুল তুলেছেন অনেকে। প্যাট কামিন্স, রাশি ফন দার দুসেন থেকে সাবেকদের অনেকেই বিষয়টি সামনে এনেছেন। লাহোরে লড়াইয়ের আগে মিচেল স্যান্টনার ও টেম্বা বাভুমাও বলেছেন। তবুও এসব কথাকে ছিঁচকাঁদুনে মনে করেন গৌতম গম্ভীর।
ভারতের কোচের মত, অযোগ্যরা নিজেদের যোগ্য প্রমাণ করতেই এসব কথা বারবার বলে। চ্যাম্পিয়ন্স ট্রফি বসছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। বাকিরা একবার লাহোর-করাচি-পিন্ডি থেকে দুবাইয়ের বিমানে ঘুরছে। ভ্রমণ ঝক্কির বিষয়টি নিয়েই তোপ দেগেছেন অনেকে।
রোহিত শর্মাদের জন্য আসরটি সুবিধার ছিল বটে। ট্রাভেলে সময় নষ্ট হয়নি, অনুশীলনও করেছেন একই কন্ডিশনে। সবচেয়ে জরুরি তারা ক্লান্ত হয়নি, যেখানে প্রতিপক্ষ পড়েছে ভ্রমণ ক্লান্তিতে। যদিও এসব কিছুকে সুবিধা মনে করছেন না ভারতের কোচ। গম্ভীরের মতে, যারা সব কিছুতে নাক গলায় তারা এসব নিয়ে পড়ে আছে।
দুবাইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর ‘সুবিধা পাচ্ছে ভারত?’ এমন প্রশ্নে চটে যান গম্ভীর। উত্তর দেন চাচাঁছোলা, ‘কীসের বাড়তি সুবিধা? আমরা আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করি। সেখানের পরিস্থিতি তো মাঠের পরিস্থিতি থেকে সম্পূর্ণ ভিন্ন। কিছু কিছু লোক ছিঁচকাঁদুনে। সবকিছু নিয়েই কথা বলা স্বভাব। তাদের নিজেদের বদলানো উচিত।’
ভারত যে সুবিধা পাচ্ছে না, সেই বিষয়ে একাধিক যুক্তিও টেনেছেন গম্ভীর, ‘প্রথম কথা হলো, এটা আমাদের জন্য ততটাই নিরপেক্ষ ভেন্যু, যতটা অন্যদের জন্য অন্য ভেন্যু। আমার তো মনেও নেই, সবশেষ কবে কোন টুর্নামেন্টে আমরা এখানে খেলেছিলাম! এই যে এত বিতর্ক চলছে যে, অন্যায্য সুবিধা এবং আরও নানা কিছু… কিসের অন্যায্য সুবিধা?’
ট্রফির মিশনে গতকাল দুবাইতে অজি বধ করেছে ভারত। ব্যাটিংয়ে না বোলিংয়ে—কোনো বিভাগেই লড়তে পারেনি স্টিভ স্মিথের দল। রোহিত শর্মারা ফাইনালে ওঠায় শিরোপার মঞ্চ সাজানো হবে দুবাইতে। ৯ মার্চের ফাইনালে ভারত কাদের পাচ্ছে প্রতিপক্ষ, তা জানা যাবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড মহারণের পর। যারা জিতবে তারাই ধরবে লাহোর থেকে দুবাইয়ের প্লেন।
ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
আরও পড়ুন