Logo
Logo
×

খেলা

মার্চের মাঝামাঝিতে আসছেন হামজা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:২৬ এএম

মার্চের মাঝামাঝিতে আসছেন হামজা

ছবি: সংগৃহীত

ঢাকায় অনুশীলনের পর আজ কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব যাচ্ছেন জামাল ভূঁইয়ারা। প্রায় ১২ দিনের সফরে ৩০ জন শিষ্যকে নিয়ে মরুরাজ্যে তায়েফের ক্যাম্পে ব্যস্ত থাকবেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সেখানেই ১০ মার্চ দলের সঙ্গে যোগ দেবেন ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম।

১৭ মার্চ ফেরার পর তিনদিনের অনুশীলন শেষে ২০ মার্চ বাংলাদেশ দল যাবে ভারতে। ভারতে যাওয়ার আগে ৩০ জনের ক্যাম্প থেকে বাদ পড়বেন দুজন। ২৮ জন ফুটবলারকে নিয়ে ভারতে যাবে কাবরেরার দল। 

ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ২৫ মার্চ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি। ভারতে যাওয়ার আগে ১৯ মার্চ ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাটেডের হয়ে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী।

১৬ মার্চ হামজার একটি ম্যাচ রয়েছে। ওই ম্যাচ খেলে দেশে ফেরার কথা তার। বাংলাদেশে হামজার ফেরা নিয়ে বাফুফে নানা পরিকল্পনা করেছে।

জানা গেছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলার আগে হামজার ইচ্ছা দেশের মানুষের সঙ্গে সাক্ষাৎ করার। তবে সব কিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর। বাংলাদেশের সি-গ্রুপে অন্য দল হলো-সিঙ্গাপুর ও হংকং। বাছাইপর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে তিন প্রতিপক্ষের বিপক্ষে ছয় ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা চূড়ান্তপর্বে চোখ রেখে শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমেছেন ২৮ ফেব্রুয়ারি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম