-67c7c5dad0f82.jpg)
ছবি: সংগৃহীত
এখনও চলছে খেরোখাতায় কাটাকুটি। কয়েক ঘণ্টা পর ফাইনালে ওঠার মাঠের লড়াই। দুবাইয়ে ভারতের শিরোপার প্রতিপক্ষ কে হবে, সেই খোঁজে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম মাতাবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দীর্ঘ সময় পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুদলের লড়াই।
পরিসংখ্যান অবশ্য কিউইদের বিপক্ষে। আসরে সবশেষ ম্যাচে তারা হার দেখেছে। অন্যদিকে দোর্দণ্ড প্রতাপ চালিয়ে শেষ চারে এসেছে প্রোটিয়ারা। এখন পর্যন্ত পঞ্চাশ ওভারের ক্রিকেটে ৭৩ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। জয়ের পাল্লা ভারী প্রোটিয়াদের দিকে। ৪২ ম্যাচ জিতেছে তারা। ২৬ ম্যাচে জয় আছে নিউজিল্যান্ডের। ৫ ম্যাচ পরিত্যক্ত হয়।
দুদলের দলীয় সর্বোচ্চ
দক্ষিণ আফ্রিকা ৩৫৭/৪, পুনে, ২০২৩
নিউজিল্যান্ড ৩০৮/৪, লাহোর, ২০২৫
দলীয় সর্বনিম্ন
দক্ষিণ আফ্রিকা ১০৮, মুম্বাই, ২০০৬
নিউজিল্যান্ড ১১২, ওয়েলিংটন, ২০১৭
সবচেয়ে বেশি রান
দক্ষিণ আফ্রিকা ১৪৪৯, জ্যাক ক্যালিস
নিউজিল্যান্ড ১২৮০, স্টিফেন ফ্লেমিং
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
দক্ষিণ আফ্রিকা ১৬৯*, ডেভ কলামান, সেঞ্চুরিয়ন ১৯৯৪
নিউজিল্যান্ড ১৮০*, মার্টিন গাপাটিল, হ্যামিল্টন, ২০১৭
সর্বোচ্চ জুটি
দক্ষিণ আফ্রিকা ২০০, ডুসেন ও ডি কক, পুনে, ২০২৩
নিউজিল্যান্ড ১৮৭, উইলিয়ামসন ও কনওয়ে, লাহোর, ২০২৫
সবচেয়ে বেশি উইকেট
দক্ষিণ আফ্রিকা ৪৮, শন পোলক
নিউজিল্যান্ড ৩৩, ক্রিস কেয়ার্নস
সেরা বোলিং
দক্ষিণ আফ্রিকা ৫/৩১, মাখায়া এনটিনি, মেলবোর্ন, ২০০২
নিউজিল্যান্ড ৫/২৫, কাইল মিলস, ডারবান, ২০০৭
আজ বিকাল ৩টায় গাদ্দাফি স্টেডিয়ামে বসবে দুদলের ফাইনালে ওঠার লড়াই। মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপার মঞ্চ নিশ্চিত করেছে ভারত। আজ লাহোরে নিশ্চিত হবে দুবাইয়ের প্রতিপক্ষ।