Logo
Logo
×

খেলা

বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারার আক্ষেপ পাকিস্তান অধিনায়কের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম

বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারার আক্ষেপ পাকিস্তান অধিনায়কের

মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা (ডানে)

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আর পাকিস্তানের ভাগ্য ছিল একইরকম। দুই দলই ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে, আর নিজেদের মধ্যকার ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। দুই দলেরই টুর্নামেন্ট শেষ হয়েছে গ্রুপ পর্ব থেকে, সমান এক পয়েন্ট সঙ্গী করে।

গেল ২৭ ফেব্রুয়ারি প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেও বৃষ্টির বাগড়ায় শুরু করা যায়নি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। পরে ম্যাচ অফিসিয়ালরা ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলা নিয়ে আক্ষেপ ঝরেছে পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারিনি। আমরা অপেক্ষায় আছি, বাংলাদেশ এখানে আসলে অনেক আতিথেয়তা পাবে। ওরা অনেক ভালো একটা দলও, সবসময় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।’

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতা ভুলে এখন সামনে তাকাতে চান সালমান। তিনি বলেন, ‘সামনে এশিয়া কাপ আছে, তারপর বিশ্বকাপ। বিশ্বকাপে ভালো করাই সবসময় লক্ষ্য থাকে। আমরাও তার জন্য পরিকল্পনা করছি, যতো সিরিজ আছে সেসবেও ভালো করার চেষ্টা করবো।’

‘খুবই হতাশাজনক। কিন্তু জীবন তো থেমে থাকবে না। জীবন সামনে চলতে থাকবে, তাই সামনে কি হবে তার দিকেই নজর দিচ্ছি আমি। যারা যারা সেমিফাইনালে গেছে তাদের আমার শুভকামনা। আশা করি ওরা ভালো ম্যাচ খেলবে’-যোগ করেন তিনি।

প্রসঙ্গত, আগামী জুলাইয়ে বাংলাদেশে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির আরও একটি সিরিজ খেলতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম