Logo
Logo
×

খেলা

ভারতের ঠিক পরেই ছিল বাংলাদেশ, বলছেন পাকিস্তানের কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৯:২৪ পিএম

ভারতের ঠিক পরেই ছিল বাংলাদেশ, বলছেন পাকিস্তানের কোচ

পাকিস্তানের কোচ আকিব জাভেদ জানিয়েছেন, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞতার দিক থেকে ভারতের ঠিক পরেই ছিল বাংলাদেশ। কিন্তু যে রকম পারফর্ম করা উচিত ছিল, সেটা তারা করতে পারেনি। 

পাকিস্তানের সাবেক এই তারকা পেস বোলার আরও বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক কঠিন একটা টুর্নামেন্ট। হারানোর জন্য এখানে দ্বিতীয় সারির কোনো দল নেই। কাউকে হারাতে হলে সেটা আপনার সমকক্ষ দলই হবে, অথবা আপনার চেয়ে ভালো। সে জন্যই এটাকে বলে চ্যাম্পিয়নস ট্রফি। তিনটি সুযোগের দুটিতেই হেরে গেলে আপনি শেষ।

মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আকিব এসেছিলেন আসন্ন নিউজিল্যান্ড সফরের পাকিস্তান দল ঘোষণা করতে। সেখানে তিনি এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ আকিব জাভেদ জানান, ওয়ানডেতে মোহাম্মদ রিজওয়ানই অধিনায়ক হিসেবে থাকছেন, তবে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক সালমান আলী আগা।

১৬ মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ড সফর। তার সহ-অধিনায়ক হিসেবে থাকবেন লেগ স্পিনার শাদাব খান।

পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান দায়িত্বটাকে সম্মান হিসেবেই নিচ্ছেন। বলেছেন, আমি খুবই রোমাঞ্চিত। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ হবে। আমার জন্য এটা সম্মানের।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম