
রোহিত শর্মা
টসে রোহিত শর্মার ভাগ্য একটু বেশিই মন্দ। একটি-দুটি নয়, ভারতের হয়ে টানা ১১ ম্যাচে টসভাগ্য তার পক্ষে আসেনি। আর টসে রোহিতের এমন দুর্ভাগা প্রদর্শনীতে অন্যরকম এক বিশ্বরেকর্ড হয়ে গেছে ভারতের।
ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল পর্যন্ত টানা ১৪ ওয়ানডেতে টস হেরেছে ভারত। এর মধ্যে রোহিত ১১ ম্যাচে টস করেছেন, আর বাকি তিন ম্যাচে টস করেছেন লোকেশ রাহুল। ২০১৯ সালের ২৩ নভেম্বরের পর ওয়ানডেতে আর কোনো ম্যাচে টসভাগ্য পক্ষে আসেনি ভারতের।
টসে দুর্ভাগ্যের দিক দিয়ে ভারতের পরের অবস্থা নেদারল্যান্ডসের। ২০১১ সালের ১৮ মার্চ থেকে ২০১৩ সালের ২৭ আগস্ট পর্যন্ত টানা ১১ ওয়ানডেতে টস হেরেছে নেদারল্যান্ডস।
এদিকে টস হারের দিক দিয়ে এককভাবেও ‘রেকর্ড’ গড়ার দ্বারপ্রান্তে রোহিত শর্মা। ওয়ানডেতে টানা টস হারে তার ওপরে আছেন কেবল ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা। তিনি ১৯৯৮ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ২১ মে পর্যন্ত টানা ১২ ম্যাচে টস হেরেছিলেন।
রোহিত টানা টস হারতে থাকলেও ভারতের অবশ্য তাতে খুব বেশি সমস্যা হয়নি। যেকোনো পরিস্থিতিতেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো একাধিক ম্যাচ উইনার দল দিয়ে ভারত মাঠের সব চ্যালেঞ্জ সহজেই উতরে গেছে। চলতি বছরে এখন পর্যন্ত ৬ ওয়ানডে খেলে সবকটিতেই জয় ছিনিয়ে নিয়েছে ‘মেন ইন ব্লুজ’।