
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরির ওপর ভর করে ২৬৪ রান করেছে অস্ট্রেলিয়া। ফাইনালে যেতে এখন ভারতের প্রয়োজন ২৬৫ রান।
ভারত অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামে, যার ফলে তাদের দলে ছিল চারজন মূল স্পিনার। নতুন পিচে অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটিংয়ের বিপক্ষে আগের ম্যাচের মতো আধিপত্য বিস্তার করতে পারেনি ভারতীয় স্পিন আক্রমণ, তবে পুরো ইনিংস জুড়েই তারা প্রভাব রেখেছেন।
ভারতীয় স্পিনারদের প্রভাব শুরু হয় ইনিংসের শুরুতেই, যখন বরুণ চক্রবর্তীর প্রথম বলেই ট্রাভিস হেড লং-অফে ক্যাচ দিয়ে ফিরে যান। যদিও হেডের ৩৩ বলে ৩৯ রানের ইনিংসটি শুরুতে ধীরগতির ছিল, পরে তিনি ছন্দ খুঁজে পান।
মোহাম্মদ শামির রাউন্ড-দ্য-উইকেট বোলিং শুরু থেকেই অস্ট্রেলিয়ান ওপেনারদের সমস্যায় ফেলেছিল। কুপার কনোলি একপ্রকার সংগ্রাম করেই ৯ বলে শূন্য রানে আউট হন। হেড প্রথম বলেই জীবন পেয়েছিলেন, যখন শামি একটি সহজ ক্যাচ তালুবন্দি করতে পারেননি, তবে পরে তিনিই কনোলির উইকেট তুলে নেন।
ভারতীয় বোলারদের প্রথম ধাক্কাগুলোর পর স্টিভেন স্মিথের দৃঢ় ব্যাটিং অস্ট্রেলিয়াকে স্থিতিশীলতা দেয়। প্রথম থেকেই তিনি ইতিবাচক ব্যাটিংয়ের সংকেত দেন, অক্ষর প্যাটেলের বিরুদ্ধে লফটেড বাউন্ডারি হাঁকিয়ে। ভাগ্যের সহায়তায় দুটি জীবন পেয়েও স্মিথ ইনিংস এগিয়ে নেন। একসময় ভারতীয় বোলাররা ৫০ বল পর্যন্ত কোনো বাউন্ডারি দেননি, তবে মার্নাস লাবুশেন লেট কাট খেলে সে ব্যবধান ভাঙেন।
লাবুশেন হাত খোলার চেষ্টা করলেও রবীন্দ্র জাদেজার এলবিডব্লিউয়ের শিকার হয়ে ৫৬ রানের পার্টনারশিপ শেষ করেন। অন্যদিকে, স্মিথ ৬৬ বলে হাফ সেঞ্চুরি করেন, যা তার আইসিসি ওয়ানডে নকআউট ম্যাচে সপ্তম ইনিংসে পঞ্চম ফিফটি।
স্মিথের সাথে ৫৪ রানের জুটি গড়ে ইনিংসের মধ্যভাগে অ্যালেক্স ক্যারি অস্ট্রেলিয়ার রান তোলার গতি বাড়ান। স্পিনারদের বিরুদ্ধে তিনি আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং ৪৮ বলে ফিফটি তুলে নেন।
যদিও স্মিথ ৭৩ রানে শামির ফুল টসে স্টাম্পড হন, এরপর অক্ষর প্যাটেল গ্লেন ম্যাক্সওয়েলকে দ্রুত ফিরিয়ে দিলে অস্ট্রেলিয়ার রান বাড়ানোর পরিকল্পনায় ধাক্কা লাগে।
শেষ দিকে ক্যারি একাই লড়াই চালিয়ে যান, তবে বড় ফিনিশের আগেই শ্রেয়াস আইয়ারের সরাসরি থ্রোতে রান আউট হন। তিনি আউট হওয়ার পর বাকি ব্যাটাররা তেমন কিছু করতে পারেননি, ফলে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারের শেষ বলেই অলআউট হয়ে যায় ২৬৪ রানে।