রোহিতের সমালোচনা করা কংগ্রেস নেতাকে পাকিস্তান যেতে বললেন যুবরাজের বাবা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০১:১১ পিএম
-67c6a7aeaeb1c.jpg)
ছবি: সংগৃহীত
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে তির্যক মন্তব্য করেছেন কংগ্রেসের মুখপাত্র শ্যামা মোহামেদ। ভারতের অধিনায়কের ভুঁড়ি দেখে তিনি এক্সে লিখেছেন, ‘রোহিতের ওজন কমানোর খুব জরুরি। অবশ্যই তিনি ভারতের সবচেয়ে আকর্ষণহীন অধিনায়ক।’ তার এমন মন্তব্যের পরপরই শুরু হয়েছে দুই রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কাঁদা ছোঁড়াছুঁড়ি। এবার সেখানে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার ও যুবরাজ সিংয়ের বাবা যুগরাজ সিং।
রোহিতকে সমালোচনা করা ওই কংগ্রেস নেতার পাকিস্তানে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হলে ওই কংগ্রেস নেতাকে ব্যাগপত্র গুছিয়ে দেশ ছাড়ার নির্দেশ দিতেন।
রোহিতকে নিয়ে রাজনীতিবিদের তির্যক মন্তব্য নিয়ে যুগরাজ বলেন, ‘ভারতীয় ক্রিকেটারের কাছে তার দেশ ও মানুষ জীবনের চেয়েও প্রিয়। যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এমন একজন খেলোয়াড়কে নিয়ে এমন মন্তব্য করেন, যে কিনা দেশকে গর্বিত করেছে, তাহলে সেই রাজনীতিবিদের লজ্জা হওয়া উচিত।’
যুগরাজ আরো বলেন, ‘ওদের কোনও অধিকার নেই আমাদের দেশে থাকার। ক্রিকেট আমাদের ধর্ম। আমরা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হারায় রোহিত ও বিরাটকে নিয়ে অনেক কথা বলা হয়। ওদের পাশে থাকা উচিত। এই নিয়ে আমি নিতান্ত হতাশ হয়েছিলাম। এই ধরণের ঘটনা পাকিস্তানে ঘটে। ওদের (পাকিস্তানের) প্রাক্তন ক্রিকেটাররা আলোচনা করে, কে বেশি কলা খায় সেই বিষয়ে। এই বিষয়ে (রোহিতের বডি শেমিং নিয়ে) কড়া পদক্ষেপ নেওয়া উচিত। কোনোভাবেই এই সব সহ্য করা যায় না। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, ওকে (কংগ্রেস নেতাকে) ব্যাগপত্র গুছিয়ে দেশ ছাড়ার নির্দেশ দিতাম।’
দেশে রোহিতকে নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা হলেও তিনি অবশ্য আপাতত এদিকে তাকানোর সুযোগ পাচ্ছেন না। আর কিছুক্ষণ পরই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে হবে তার দলকে।