Logo
Logo
×

খেলা

বিসিবির কাছে এখনো ৪৮ লাখ টাকা পান সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৯:৫৯ এএম

বিসিবির কাছে এখনো ৪৮ লাখ টাকা পান সাকিব

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান; বাংলাদেশের ক্রিকেটে রবীন্দ্রনাথের এক ছোট গল্প ‘শেষ হয়েও হইলো না শেষ’..। এই যেমন গত কিছুদিন আলোচনার বাইরে থেকে এবার ফের আলোচনায় তিনি। বিসিবির ১৮তম বোর্ড মিটিংয়ের পর জানা গেছে এখনো বোর্ডের কাছে ৪৮ লাখ টাকা বেতন পাওনা রয়ে গেছে তার।

সোমবার বোর্ড মিটিংয়ে ক্রিকেটারদের সঙ্গে নতুন করে কেন্দ্রীয় চুক্তির বিষয় নিয়ে কথা হয়েছে সাকিবের। যেখানে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয় একরকম চূড়ান্ত। কারা সেই চুক্তিতে জায়গা পাচ্ছেন সেটাও একরকম চূড়ান্ত। নিশ্চিতভাবেই সেই চুক্তিতে থাকার কথা নয় সাকিব আল হাসানের।

তবে নামটা যখন সাকিব। তখন আলোচনায় তিনি আসবেনই। গত মৌসুমে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাকিব বাংলাদেশ দলের হয়ে খেলছেন না অনেক দিন ধরেই। ভারতের বিপক্ষে সিরিজের পর থেকেই জাতীয় দলে জায়গা হয়নি তারকা এই অলরাউন্ডারের। তবে দলে জায়গা না হলেও চুক্তি অনুযায়ী প্রতি মাসে বেতন পাওয়ার কথা ছিল তার। তবে সেটি হয়নি। যার পরিমাণ ৪৮ লাখ (ট্যাক্স বহির্ভূত) টাকা। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব। যে কারণে ট্যাক্স বাদ দিয়ে গেল বছরে বিসিবি থেকে তার পাওনা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ লাখ।

অবশ্য বেতন এখনো না পেলেও সাকিবকে তার চুক্তি অনুযায়ী পাওয়া টাকা দেওয়া হবে হলে আশ্বাস দিয়েছেন বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ আপনি খেলুন বা নাইই খেলুন চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম