
দুবাইয়ে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খোঁজার লড়াই। আজ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের লড়াই শুরু হবে বিকাল তিনটায়। মহারণের আগে কথার লড়াইও চলছে। কে এগিয়ে কারা যোগ্য—সেই বিচার হোক পরিসংখ্যানের খেরোখাতায় কাটাকুটি করেও।
দলীয় সর্বোচ্চ
ভারত ৩৯৯/৫
ইন্দোর, ২০২৩
অস্ট্রেলিয়া ৩৮৯/৪,
সিডনি, ২০২০
দলীয় সর্বনিম্ন
ভারত ৬৩, সিডনি, ১৯৮১
অস্ট্রেলিয়া ১০১, পার্থ, ১৯৯১
সবচেয়ে বেশি রান
ভারত ৩০৭৭, শচীন টেন্ডুলকার
অস্ট্রেলিয়া ২১৬৪, রিকি পন্টিং
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
ভারত ২০৯, রোহিত শর্মা বেঙ্গালুরু, ২০১৩
অস্ট্রেলিয়া ১৫৬, জর্জ বেইলি নাগপুর, ২০১৩
সর্বোচ্চ ছক্কা
ভারত ৮৭, রোহিত শর্মা
অস্ট্রেলিয়া ৪৪, গ্লেন ম্যাক্সওয়েল
সর্বোচ্চ জুটি
ভারত ২১৩, যুবরাজ ও লক্ষণ সিডনি, ২০০৪
অস্ট্রেলিয়া ২৫৮*, ওয়ার্নার ও ফিঞ্চন, মুম্বাই, ২০২০
সবচেয়ে বেশি উইকেট
ভারত ৪৫, কপিল দেব
অস্ট্রেলিয়া ৫৫, ব্রেট লি
সেরা বোলিং
ভারত ৬/২৭, মুরালি কার্তিক মুম্বাই, ২০০৭
অস্ট্রেলিয়া ৬/৩৯, কেন ম্যাকলে, নটিংহাম, ১৯৮৩
সবচেয়ে বেশি ডিসমিসাল
ভারত ৬২, এমএস ধোনি
অস্ট্রেলিয়া ৭৯, অ্যাডাম গিলক্রিস্ট
পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ১৫১ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এরমধ্যে অস্ট্রেলিয়ার জয় ৮৪ ম্যাচ। ভারত জিতেছে ৫৭ বার। ১০ ম্যাচ পরিত্যক্ত হয়। দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হচ্ছে দুদলের। ২০০৯ সালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল আইসিসি টুর্নামেন্টের দুই ফেভারিট।