Logo
Logo
×

খেলা

তবু সিমন্স-সালাউদ্দিনে খুশি বিসিবি, পাচ্ছেন নতুন চুক্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৩৮ পিএম

তবু সিমন্স-সালাউদ্দিনে খুশি বিসিবি, পাচ্ছেন নতুন চুক্তি

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশা পূরণ তো দূরের কথা, ন্যূনতম প্রতিদ্বন্দ্বটাও করতে পারেনি বাংলাদেশ। তবে এই টুর্নামেন্টে দলের পারফরম্যান্সকে খুব একটা ‘সিরিয়াসলি’ নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্ট দিয়ে দলের হেড কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে চুক্তি মেয়াদ শেষ হলেও তাদের ধরে রাখতে চাইছে বোর্ড।

অপেক্ষা এখন তাদের সম্মতি ও আলোচনা চূড়ান্ত করার। এছাড়া স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের দায়িত্বে থাকা নিশ্চিত হয়েই গেছে।

সোমবার (৩ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, দ্রুতই সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে আলোচনা সেরে নিতে চান তারা।

তিনি বলেন, ‘আমাদের প্রধান কোচ ও সিনিয়র সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্ত আছে। তাদের কাজে আমরা সন্তুষ্ট। তাদের সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। তাদের সঙ্গে যদি আমাদের বনিবনা না হয়, তাহলে হয়তো বাইরে থেকে চিন্তা করতে হবে। তবে আমরা আশা করছি, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ-আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছতে পারব।’

‘আমরা চেষ্টা করব, তাদেরকে লম্বা সময়ের জন্য রাখতে। সেটা হতে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দীর্ঘমেয়াদি একটা কিছু আমাদেরকে করতেই হবে। শুধু সেটিই নয়, আমরা ক্রমাগত পর্যবেক্ষণ করব, অগ্রগতি পর্যবেক্ষণ করব, সময় থেকে সময়ে আমরা কদূর এগোচ্ছি খেয়াল করব। আমাদের কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। কোচ নিয়ে হোক, ক্রিকেটার কারা থাকবেন, সেই সময়ে কাদের সঙ্গে কোথায় গিয়ে খেলব, সামগ্রিক পরিকল্পনা শুরু করে দিয়েছি’-যোগ করেন ফাহিম।

আগামী চার-পাঁচ দিনের মধ্যে সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে আলোচনা হয়ে যাবে বলে আশা নাজমুলের। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও রেখে দিচ্ছে বিসিবি। তার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়ে গেছে। এছাড়া জাতীয় দল ও আশেপাশের দলগুলির জন্য উঁচু মানের দুজন ফিল্ডিং কোচ আনা হবে বলেও নিশ্চিত করেছেন ফাহিম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম