Logo
Logo
×

খেলা

‘বাবরের তুলনায় কোহলি কিছুই না, জিরো’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৯:০০ পিএম

‘বাবরের তুলনায় কোহলি কিছুই না, জিরো’

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক অন্তর্বর্তীকালীন হেড কোচ মহসিন খান বলেছেন, পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের সঙ্গে তুলনায় ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ‘জিরো’। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবর ও কোহলির মধ্যে তুলনা নিয়ে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করেন মহসিন।

পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক মহসিন বলেন, ‘বিরাট কোহলি বাবর আজমের তুলনায় কিছুই না; সে শূন্য।’

তবে তিনি জোর দিয়ে বলেন যে আসল সমস্যা এই তুলনা নয়, বরং পাকিস্তানের ক্রিকেটের বর্তমান অবস্থা।

‘আসল সমস্যা হলো পাকিস্তান ক্রিকেট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এখানে কোনো পরিকল্পনা, কৌশল, যোগ্যতা বা জবাবদিহিতা নেই’-যোগ করেন মহসিন।

তিনি পাকিস্তানের সাম্প্রতিক টুর্নামেন্টগুলোর ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেন এবং ব্যক্তিগত স্বার্থ ও উদ্দেশ্যের কারণে দলের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘আমাদের ক্রিকেট যেভাবে নিম্নগামী হয়েছে, তা লজ্জাজনক। যতদিন পর্যন্ত সুপারিশের মাধ্যমে দল নির্বাচন চলবে, ততদিন পর্যন্ত যেকোনো খেলোয়াড় দলে সুযোগ পাবে। যখন আমি প্রধান নির্বাচক ছিলাম, তখন আল্লাহর কৃপায় আমি সর্বদা সেরা দল নির্বাচন করতাম।’

প্রধান কোচ হিসেবে তার সময়ের কথা উল্লেখ করে মহসিন বলেন, ‘আমি আন্তরিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য কাজ করেছি এবং প্রধান কোচ হিসেবে আমার ফলাফল আমার কঠোর পরিশ্রমের প্রমাণ। আমার লক্ষ্য ছিল সবসময় পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া।’

বাবর আজম সাম্প্রতিক সময়ে ব্যাটিং ফর্ম নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন, কারণ তিনি ২০২৩ সালের আগস্টে নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলার পর থেকে কোনো সেঞ্চুরি করতে পারেননি। ডানহাতি এই ব্যাটারকে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সাম্প্রতিক ত্রিদেশিয় সিরিজের জন্য ওপেনিং ব্যাটসম্যান হিসেবে প্রমোট করা হলেও তিনি উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন।

গত পাঁচ ইনিংসে বাবরের সংগ্রহ ছিল ১০, ২৩, ২৯, ৬৪ এবং ২৩ রান, যা তার ফর্ম নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে প্রশ্ন তুলেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম