
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:১৩ এএম
৯৯ দোররার ভয়েই কি ইরানে যাননি রোনালদো?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো
আরও পড়ুন
ইরানি ক্লাব এসতেগলালের বিপক্ষে খেলতে এখন তেহরানে অবস্থান করছে সৌদি ক্লাব আল নাসরের খেলোয়াড়রা। কিন্তু দলটির সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে খেলতে ইরানে যাননি।
রোনালদো কেন যাননি, তা নিয়ে বিভিন্ন ধরনের খবর পাওয়া যাচ্ছে। কোনো গণমাধ্যম বলছে, ইরানে গেলে ৯৯ দোররা ভোগ করতে হতে পারে তাকে, সেজন্য ইরানে যাননি তিনি। আবার কেউ বলছেন, চোটের কারণে এই ম্যাচে খেলছেন না রোনালদো।
রোনালদো কেন ইরানে যাননি, সে বিষয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে। তারা লিখেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে পারসেপোলিসের বিপক্ষে আল নাসরের হয়ে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনালদো। ওই সময় সেখানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরতে ও চুমু খেতে দেখা গেছে রোনালদোকে। এ ঘটনার ভিডিও-ও ছড়িয়ে পড়েছিল।
ইরানের আইন অনুসারে রোনালদোর ওই ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে পরিগণিত। যার শাস্তি ৯৯টি বেত্রাঘাত বা দোররা। ২০২৩ সালের ওই ঘটনার শাস্তি হতে পারে বলে রোনালদো সেখানে যাননি। তবে এ বিষয়ে কোনো সূত্রের উল্লেখ করেনি মার্কা।
তবে স্পেনের আরেক ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, ২০২৩ সালের ওই সফরের সময়ই রোনালদোদের অবস্থান করা হোটেলে বিপুলসংখ্যক ভক্ত-সমর্থক জড়ো হয়েছিলেন। যা একপর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নেয়। আর তাই নিরাপত্তা শঙ্কা থেকেই রোনালদো ইরান সফর করছেন না।
এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টসের খবর, আল নাসর কোচ স্টেফানো পিওলি রোনালদোর ছোটখাটো চোট-সমস্যার কথা জানিয়েছেন। সমস্যাটি বড় না হলেও আপাতত ঝুঁকি নিতে না চাওয়াই তাকে এসতেগলাল ম্যাচের বাইরে রাখার মূল কারণ।