Logo
Logo
×

খেলা

অলিম্পিকে নতুন মহাপরিচালক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৬:৪৮ পিএম

অলিম্পিকে নতুন মহাপরিচালক

দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। ১ মার্চ থেকে অলিম্পিক এসোসিয়েশনের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিগ্রেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর (অব)। তিনি বিগ্রেডিয়ার জেনারেল এম সামছ এ খানের (অব) স্থলাষিভিক্ত হয়েছেন।

মহাপরিচালক বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সর্বোচ্চ প্রশাসনিক পদ। বিওএর নির্বাহী কমিটির সিদ্ধান্ত মহাপরিচালকের তত্ত্ববধায়নে বাস্তবায়ন হয়। বিওএর দাপ্তরিক সকল কাজের তদারকিও হয় মহাপরিচালকের মাধ্যমে। 

বিভিন্ন ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গেও বিওএর পক্ষে মহাপরিচালকই যোগাযোগ করে থাকেন। তাই গতকাল বিওএর পক্ষ থেকে ইতোমধ্যে দেশের সকল ফেডারেশন ও সংশ্লিষ্ট ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে নতুন মহাপরিচালকের পরিচিতি দিয়ে চিঠি দিয়েছে।

২০১১ সালের মার্চে বিওএতে মহাপরিচালক পদের সৃষ্টি হয়। কর্ণেল ওয়ালী উল্লাহ (অব) ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পদে ছিলেন। ২০০৪ সাল থেকে তিনি বিওএ’র প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন। ওয়ালীর বিদায়ের পর বিগ্রেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব) ২০১৪ সালের ১৭ মার্চ থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

২০২৩ সালের প্রথম দিন থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই চেয়ারে ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (অব)। শেফাউল কবির বিওএর চতর্থ মহাপরিচালক হিসেবে কাজ করবেন।

বিওএ, বাফুফে ও বিসিবি দেশের তিন শীর্ষ ক্রীড়া প্রতিষ্ঠান। বাফুফের সাধারণ সম্পাদক বিসিবির সিইও এবং বিওএর মহাপরিচালক দেশের ক্রীড়া প্রশাসনে শীর্ষ তিন প্রশাসক পদ। এই তিন প্রতিষ্ঠান ছাড়া দেশের ক্রীড়াঙ্গনে অন্য ফেডারশেনগুলোতে এখনো পেশাদার কাঠামো সেভাবে গড়ে উঠেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম