
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০১:৪৬ এএম
৬৫ বছর বয়সি ক্রিকেটারের অভাবনীয় কীর্তি, ২০ রানে ১০ উইকেট!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৪:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বয়স শুধুই একটা সংখ্যা–ব্র্যাডলি ও’ডেল সদর্পে এই কথাটা বলতেই পারেন। ৬৫ বছর বয়সে যখন অবসর জীবন কাটানোর কথা, তখন যে ক্রিকেট মাঠে বল হাতে ‘ম্যাজিক’ দেখাচ্ছেন তিনি। ৬৫ বছর বয়সি এই অস্ট্রেলিয়ান ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।
শনিবার (১ মার্চ) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের চতুর্থ স্তরের প্রতিযোগিতায় নিউক্যাসল-ওয়েলসেন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের ম্যাচে নিউক্যাসলের পক্ষে ১৩.৪ ওভারে ২০ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন ও’ডেল।
শুধু যে ইনিংসের সব উইকেট নিয়েই ক্ষান্ত হয়েছেন ও’ডেল তাই নয়, এই কীর্তি গড়ার পথে দুর্দান্ত এক হ্যাটট্রিকও করেছেন তিনি। এদিন ও’ডেলের নেওয়া ১০ উইকেটের ৫টি ছিল ক্যাচ, ৩টি বোল্ড এবং ২টি এলবিডব্লিউ। ও’ডেলের স্পিন ঘূর্ণিতে নিউক্যাসল অলআউট হয়ে যায় মাত্র ৯২ রানে।
নিজের এই অবিশ্বাস্য অর্জন নিয়ে এবিসি নিউজকে ও’ডেল বলেছেন, ‘এমন কিছু আমি আগে করিনি। নিজের এই অর্জন নিয়ে আমি দারুণ আনন্দিত। সবাই আমাকে জড়িয়ে ধরে উদযাপন করছিল। তারা সবাই আমাকে ঘিরে ধরেছিল। ব্যাপারটা দারুণ ছিল।’
ও’ডেলের এই কীর্তিতে উচ্ছ্বসিত নিউক্যাসলের ক্রিকেটপ্রেমীরা। সেখানকার অধিবাসী ও স্কোরার জাস্টিন মোরান বলেন, ‘এই মাঠে এমন কিছু এর আগে দেখা যায়নি। সবাই জানত এটা অনেক বড় একটি মুহূর্ত। এমনকি প্রতিপক্ষ দলও ও’ডেলের এমন কাণ্ডে হতবাক।’
পেশাদার ক্রিকেটে সাদা পোশাকে এখন পর্যন্ত মাত্র ৩ জন ক্রিকেটার ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। এর প্রথমটি ছিল ১৯৫৬ সালে, ইংলিশ স্পিনার জিম লেকার একাই অস্ট্রেলিয়ার ১০ উইকেট ঝুলিতে পুরেছিলেন।
এরপর ১৯৯৯ সালে ভারতীয় স্পিনার অনিল কুম্বলে পাকিস্তানের বিপক্ষে ২০২১ সালের কিউই স্পিনার এজাজ প্যাটেল ভারতের বিপক্ষে ইনিংসে ১০ উইকেট শিকার করেন।
সূত্র: এবিসি নিউজ