
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম
ডিপিএলে হট্টগোল, খেলা বন্ধ থাকল আধঘণ্টা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৩:৫৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
শুরুর দিনেই ঝামেলায় পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচটি হট্টগোলের জন্য বন্ধ ছিল প্রায় ৩০ মিনিট। পরে আবার খেলা চলে।
বিকেএসপির চার নম্বর মাঠে বসেছিল দুদলের লড়াই। প্রাইম ব্যাংকের ইনিংসের ফাহাদ হোসেনকে এক্সট্রা কাভারে ঠেলে রান নিতে যান ইরফান শুক্কুর। পড়েন রান আউটের ফাঁদে। এরপরই বাঁধে বিপত্তি।
ক্রিকেটাররা মাঠ থেকে উঠে আসেন। ডাগ আউটে প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়েরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিয়ম হয় ম্যাচ রেফারি আকতারুজ্জামান শিপারের। এই ঘটনায় জুবায়েরকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন আম্পায়ার শিপার। এসময় আধাঘণ্টার মতো খেলা বন্ধ থাকে।
২১৭ রানের লক্ষ্যে নামা প্রাইম ব্যাংকের স্কোর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬.৩ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান। জয়ের জন্য ১৪১ বলে তাদের প্রয়োজন ৪৮ রান। রূপগঞ্জের তিন উইকেট।