Logo
Logo
×

খেলা

নতুন ‘দেশি’ কোচ পেয়ে গেছে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০২:২৫ পিএম

নতুন ‘দেশি’ কোচ পেয়ে গেছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি গেছে পাকিস্তানের। মোহাম্মদ রিজওয়ানদের ব্যর্থতার দায়ভার এসে পড়ছে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের ওপর। তার চুক্তি নবায়ন হয়নি। নতুন কোচও খুঁজে পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, রিজওয়ানদের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অফ-স্পিন তারকা সাকলাইন মুস্তাক। কদিন পর নিউজিল্যান্ড সফর থেকেই কাজ শুরু করবে পাকিস্তানের প্রধান কোচ। 

দিনকয়েক আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন মুস্তাক। সেখানে তিনি প্রস্তাব গ্রহণ করেন। তবে কতদিনের জন্য তিনি দায়িত্বে আসতে চলছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবিও।

এরআগে, পিসিবির সূত্র ধরে জিও নিউজ জানিয়েছে, ‘আকিব জাভেদকে তার পদে কোনো বাড়তি সময় দেওয়া হবে না। নিউজিল্যান্ড সফরের জন্য নতুন কোচ নিয়োগ করা হবে।’

পাকিস্তান তাদের ঘরের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে কোনো জয় ছাড়াই। যেখানে বৃষ্টির কারণে বাংলাদেশ বিরুদ্ধে তাদের শেষ ম্যাচও পরিত্যক্ত হয়ে যায়। এটি ছিল ১৯৯৬ সালের পর পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট। সে টুর্নামেন্টে এমন পারফর্ম্যান্স দলটাকে যন্ত্রণা দিচ্ছে খুব।

গত নভেম্বরে গ্যারি কারস্টেনের পদত্যাগের পর আকিব জাভেদকে কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। তবে তার অধীনে পারফর্ম করতে পারেনি দলটা। দ্রুত টুর্নামেন্ট থেকে বাদ পড়া শুধুমাত্র সমর্থকদেরই নয়, সরকারেরও নজর কেড়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম