Logo
Logo
×

খেলা

রোহিতের ‘ওজন’ নিয়ে দুই রাজনৈতিক দলের কথার লড়াই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০১:২৫ পিএম

রোহিতের ‘ওজন’ নিয়ে দুই রাজনৈতিক দলের কথার লড়াই

ছবি: সংগৃহীত

রোহিত শর্মার ফিটনেস নিয়ে কম সমালোচনা হয়নি। মুটিয়ে গেছেন, ভুঁড়িটাও বেশ খানিকটা বেড়েছে। সেই বিষয়টিই আরেকবার সামনে এনেছেন কংগ্রেসের নেতা শ্যামা মোহামেদ। ভারতের অধিনায়কের ভুঁড়ি দেখে বলেছেন, ‘আনইম্প্রেসিভ অধিনায়ক’। এরপর থেকেই আলোচনা-সমালোচনা। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি আক্রমণ করে বসেছে কংগ্রেসকেও।

ঘটনার শুরু চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের লড়াইয়ের দিন। রোহিতকে নিয়ে ম্যাচের মাঝে গতকাল রোববার এক্সে পোস্ট করেন, ‘ওজন কমানো খুব জরুরি। অবশ্যই তিনি ভারতের সবচেয়ে আকর্ষণহীন অধিনায়ক।’ এরপরই শুরু দুই রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কাঁদা ছোঁড়াছুঁড়ি।

ওই পোস্টে অনেকে আক্রমণাত্মক কমেন্ট করেছেন। পরে পোস্টটি ডিলিটও করে ফেলেন শ্যামা। তবে বিজেপির একধিক নেতা-কর্মী আক্রমণ করেছেন শ্যামাকে। দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এক্সে আক্রমণ করেছেন কংগ্রেসকে।

তিনি এক পোস্টে লিখেছেন, ‘কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। এখন তারা ভারতের অধিনায়কের পেছনে পড়েছে। ভারতের রাজনীতিতে ব্যর্থ হওয়া রাহুল গান্ধিকে কি তারা ক্রিকেট মাঠে দেখতে চায়!’আমি আমাদের সেলারি সীট দিয়ে বলে আসছি যেনো আজকের মধ্যে প্রসেস করে দেয়

যদিও রোহিতকে নিয়ে বলা শ্যামার পোস্টটি একান্ত ব্যক্তিগত বলে জানিয়েছে কংগ্রেস। দলটির পাবলিক বিভাগের চেয়ারম্যান পাওয়ান খের বলেছেন, ‘ড. শ্যামা মোহামেদ ক্রিকেটিং লিজেন্ডকে নিয়ে যা জানিয়েছে তা পার্টির সঙ্গে সম্পৃক্ত না। তাকে পোস্টটি ডিলেট করতে বলা হয়েছে এবং ভবিষৎয়ের জন্য সতর্ক করা হয়েছে।’

তবে সত্যিই ফিটনেস ইস্যুতে ভুগছেন রোহিত। সাবেকদের অনেকে তাকে ওজন কমানোর জন্য বলেছেন। রোহিতও চেষ্টা করছেন বেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে লম্বা সময় মাঠে দৌড়েছেন, ঘাম ঝড়িয়েছেন রোহিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম