Logo
Logo
×

খেলা

মেজাজ হারালেন শান্ত, আউট হয়ে ছুড়লেন হেলমেট

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম

মেজাজ হারালেন শান্ত, আউট হয়ে ছুড়লেন হেলমেট

ছবি: সংগৃহীত

নাঈম হাসানের ছোঁড়া বলটি বুঝে উঠতেই পারেনি নাজমুল হোসেন শান্ত। সুইপ করে খেলতে গিয়েছিলেন। কিন্তু হালকা লাফিয়ে সোজা প্যাডে আঘাত করে বল। আম্পায়ারও অপেক্ষা করেননি। আবাহনী লিমিটেডের অধিনায়ক শান্ত তাতে ফেরেন ব্যর্থ হয়ে। মেজাজও হারান।

মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের বিপক্ষে লড়বে শান্তর দল। শান্ত এদিন অবশ্য ভালো শুরু করেছিল আবাহনী। তবে শান্ত ধুঁকছিলেন। ব্যাটে বলে কানেক্ট করতে পারছিলেন না। নাঈমের বলে ফেরার আগে করেন ৫১ বলে ২০ রান।

তবে আম্পায়ারের লেগ বিফোরের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না শান্ত। আউট হয়ে তাই কিছুটা বিরক্ত দেখা গেল তাকে। পপিং ক্রিজ ছেড়ে কিছু বলতে গিয়েও বলেননি। হাতে থাকা হেলমেট ছুঁড়ে দেন মাঠেই। শান্ত ফেরার পর দলও পড়ে বিপদে।

মিরপুরে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ডিপিএলে ২৩৪ রান তুলেছে আবাহনী। হারিয়েছে ৯ উইকেট। দলকে সামনে থেকে টেনেছেন মোসাদ্দেক হোসেন। বিপদে পড়া দলকে টানতে তিনি খেলেছেন ৭৩ রানের ইনিংস। শহিদুল ইসলাম ৪৪ রান খরচায় নেন ৩ উইকেট।

ডিপিএলের উদ্বেধনী দিনে সকালে মিরপুরে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। একই দিনে চলছে ডিপিএলের আরও দুটি ম্যাচ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম