Logo
Logo
×

খেলা

রিয়াল মাদ্রিদের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ উয়েফার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৯:৩৭ পিএম

রিয়াল মাদ্রিদের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ উয়েফার

ছবি: সংগৃহীত

লা লিগায় শীর্ষস্থান হাতছাড়া হয়েছে রিয়াল মাদ্রিদের। সেখানে এখন ঘাঁটি গেড়েছে আতলেতিকো মাদ্রিদ। এমনকি বার্সেলোনাও তাদের ছাড়িয়ে দুইয়ে অবস্থান করছে। লিগে নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে ১-২ গোলে হেরে এখন লিগ টেবিলের তিন নম্বরে নেমে গেছে লস ব্লাঙ্কোসরা।

লিগে যখন এমন দুরবস্থার মধ্যে রয়েছে দলটি, ঠিক তখনই তাদের দুঃসংবাদ দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে দর্শকদের বাজে আচরণের কারণে রিয়ালকে শাস্তি দিয়েছে তারা।

উয়েফার তদন্ত শেষে জানা যায়, ম্যাচ চলাকালীন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার বিরুদ্ধে রিয়াল সমর্থকদের অশালীন আচরণ দেখা গেছে। এই ঘটনার প্রেক্ষিতে উয়েফা রিয়াল মাদ্রিদকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে।

জরিমানার পাশাপাশি রিয়ালের গ্যালারির কিছু অংশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদিও আপাতত এই নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। তবে দুই বছরের মধ্যে পুনরায় এমন কোনো ঘটনা ঘটলে নিষেধাজ্ঞাটি কার্যকর হবে।

উয়েফা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শৃঙ্খলাবিধির ধারা ১৪.২ অনুসারে রিয়াল মাদ্রিদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই শাস্তির ফলে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচগুলোতে সমর্থকদের আচরণ আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম