Logo
Logo
×

খেলা

ক্লাব না পাওয়া লিটনকে বুকে টেনে নিলেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৫:৩১ পিএম

ক্লাব না পাওয়া লিটনকে বুকে টেনে নিলেন তামিম

ছবি: সংগৃহীত

দুয়ারে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ইতোমধ্যে দলবদলও সম্পন্ন হয়েছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী অনুযায়ী পারিশ্রমিক না মেলায় কোনো দলে নাম লেখাননি জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। অবশেষে টুর্নামেন্ট শুরুর আগের দিন তাকে দলে টেনেছে আরেক ক্রিকেটার তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব।

দলটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে লিটনকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া দলটির মালিক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবালও গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে লিটন শেষ মুহূর্তে এখনো ঠিক হয়নি জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মোস্তাফিজু রহমানের গন্তব্য। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘মোস্তাফিজের ব্যাপারে আমি কিছু জানি না। এটি খুবই দুর্ভাগ্যজনক যদি সে দল না পায়। প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড। এই টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ করা উচিত। এত বড় বড় ক্লাব আছে, আশা করি কেউ না কেউ তাদের দলে টানবে। তারা পারফর্মার, যেখানেই খেলুক না কেন, পারফর্ম করে। তারা সেরা দলে খেলার যোগ্য।’

ডিপিএলের চলতি আসরে সবমিলিয়ে ১২টি দল অংশ নিচ্ছে। সাধারণত ডিপিএল স্থানীয় ক্রিকেটারদের আয়ের অন্যতম উৎস। কিন্তু এবার ক্রিকেটারদের কেউ কেউ আগের চেয়ে অনেক কম পারিশ্রমিক পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ক্রিকেটারদের পারিশ্রমিক আগের বছরের তুলনায় অর্ধেকেরও বেশি কমেছে বলে শোনা গেছে।

এ প্রসঙ্গে শনিবার (১ মার্চ) ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তামিম বলেছিলেন, ‘প্লেয়ারদের পারিশ্রমিকের যেন নিশ্চয়তা থাকে। আমার তরফ থেকে আমার এতোটুকুই চাওয়া থাকবে। আমরা জানি আমাদের দেশের পরিস্থিতি একটু ভিন্ন। তবে সেটা যাই হোক না কেন সব দিক থেকেই খেলোয়াড়রা সাফার করছে বিপিএল বলেন আর প্রিমিয়ার লিগ বলেন। তবে আশা করবো যে প্রতিশ্রুতি ক্লাবগুলো করেছে, সেই অনুযায়ী যেন প্রত্যেকটা প্লেয়ার তাদের পারিশ্রমিক পায়, সেটিই হবে মূল প্রায়োরিটি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম