Logo
Logo
×

খেলা

কোহলি ব্যর্থ, আনুশকা হতাশ– কারসাজি এক ‘সুপারম্যানের’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম

কোহলি ব্যর্থ, আনুশকা হতাশ– কারসাজি এক ‘সুপারম্যানের’

ম্যাচটা বিরাট কোহলির ৩০০তম ওয়ানডে ছিল। ম্যাচটা দেখতে দূর থেকে দুবাইতে হাজির হয়েছিলেন তার স্ত্রী আনুশকা শর্মা। তবে তাদের দুজনকেই হতাশার সাগরে ভাসতে হলো শেষমেশ। বিরাট কোহলি তার মাইলফলক ছোঁয়ার দিনে বড় কিছুই যে করতে পারেননি।

এমন সব দৃশ্যের দেখা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মিলেছে এক ‘সুপারম্যানের’ কল্যাণে। নাম তার গ্লেন ফিলিপস এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একবার সুপারম্যানসুলভ এক কীর্তি করে আলোচনায় এসেছিলেন। পাকিস্তান ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে।

সেই তিনি আবারও দৃশ্যপটে। এবার পুরস্কারটা আরও বড়, বিরাট কোহলির উইকেট। ভারত ইনিংসের সপ্তম ওভারে ম্যাচ হেনরির বলে দারুণ এক কাট করেছিলেন কোহলি। তবে তার সে শট কোনো স্কোরিং শট তো হলোই না, তার ইনিংসটাও শেষ হয়ে গেল ওই বলে।

কোহলির কাটটা বেরিয়ে যাচ্ছিল পয়েন্ট দিয়ে। সেখানে একটু পেছন থেকে দারুণ এক ডাইভ দিলেন ফিলিপস। বলটা চলে এল তার হাতে। ঘটনার প্রতিক্রিয়ায় স্তব্ধ হয়ে যান কোহলি। আনুশকাও বিশ্বাস করতে পারছিলেন না কী হয়ে গেল!

পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলি আজও বড় কিছুর আশা করে রেখেছিলেন নিশ্চয়ই। কিন্তু ফিলিপসের সুপারম্যানসুলভ কীর্তির শিকার হয়ে ৩৬ বছর বয়সী তারকাকে আজ ফিরতে হয় তাই ১৫ বলে ১১ রান করে। 

ফিলিপসের এমন ক্যাচ দেখে তাকে ঠিক সুপারম্যানই বলে বসেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। আইসিসির কাছে জানালেন একটা আবেদনও। বললেন, ‘এটা টুর্নামেন্ট-সেরা ক্যাচ। আইসিসির উচিত গ্লেন ফিলিপসকে আনুষ্ঠানিকভাবে সুপারম্যান ঘোষণা করে দেওয়া।’

কথাটার আরও একটা যথার্থতা মিলল ১৭.২ ওভারে। শ্রেয়াস আইয়ার কভারে থাকা গ্লেন ফিলিপসের বাঁ হাতে বল রেখে একটা সিঙ্গেল বের করতে চেয়েছিলেন। তবে ফিলিপস বলটা শেষমেশ বাঁহাতেই ফেরত পাঠালেন ক্রিজে। ফিলিপস ব্যাটার ডানহাতি, বোলিংটাও করেন ডান হাতেই। বাম হাতটাও খারাপ চলে না, তিনি জানান দিলেন আজও। সুপারম্যানদের বুঝি এমনই হতে হয়!

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম