Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডসহ যেসব দল বাজে রেকর্ড গড়ে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৪:৫২ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডসহ যেসব দল বাজে রেকর্ড গড়ে

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর চলছে। এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান। খেলা হচ্ছে পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না যাওয়ায় ভারতীয় দলের খেলা হচ্ছে দুবাইয়ে।

চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের গ্রুপপর্বের লড়াই শেষ হচ্ছে আজ। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। এ ম্যাচের আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দুই দলের। আজ যারা জিতবে তারা ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ আসরের ইতিহাসে বেশ কয়েকটি দল আছে যারা গ্রুপপর্বের বাধা টপকে সেমিফাইনালে যেতে পারেনি। তাদের মধ্যে সবার ওপরে রয়েছে ইংল্যান্ডের নাম। ক্রিকেটের জন্মদাতা হিসেবেই পরিচিত ইংল্যান্ড। ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে গ্রুপপর্বে একটি ম্যাচেও জিততে পারেনি। তিন ম্যাচে অংশ নিয়ে ইংল্যান্ড হারে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ইংল্যান্ডের মতো অবস্থা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের। তবে তারা দুই ম্যাচে হারলেও তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যে কারণে বাজে রেকর্ড থেকে বেঁচে যায় পাকিস্তান ও বাংলাদেশ। 

২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিম্বাবুয়ে অংশ নিলেও একটি ম্যাচেও জয় পায়নি। ২০০৯ সালের আসরে ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচেও জয় পায়নি। ২০১৩ সালে পাকিস্তান এক ম্যাচেও জয় পায়নি। 

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম