Logo
Logo
×

Live Icon সরাসরি

ভারত-নিউজিল্যান্ড

উইলিয়ামসনকেও খোয়াল কিউইরা, চালকের আসনে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০১:১৬ পিএম

উইলিয়ামসনকেও খোয়াল কিউইরা, চালকের আসনে ভারত

ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে, তবে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়নি এখনো। তাই ম্যাচটার গুরুত্ব খানিকটা হলেও আছে।

এই ম্যাচ বিরাট কোহলির জন্য আবার বিশেষ কিছু। ক্যারিয়ারের  ৩০০তম ওয়ানডে ম্যাচে নামছেন তিনি।

এই ম্যাচের সরাসরি ধারাবিবরণী পড়তে চোখ রাখুন যুগান্তর অনলাইনে-

০২ মার্চ ২০২৫, ২২:১৮ পিএম

৪৪ রানে জিতল ভারত

বরুণ চক্রবর্তীর ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ড। বিপজ্জনক স্যান্টনার আর ম্যাট হেনরিকে এক ওভারেই ফিরিয়ে ভারতকে জয়ের দুয়ারে এনে দিয়েছিলেন। উইকেট বাকি ছিল একটা, কুলদীপ যাদব সেরে দিলেন কাজটা। ৪৪ রানে জিতে ভারত বনে গেল গ্রুপের সেরা দল। সেমিফাইনালে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

০২ মার্চ ২০২৫, ২১:৫৩ পিএম

উইলিয়ামসনও গেলেন, চালকের আসনে ভারত

অক্ষর পাটেলকে উইকেট ছেড়ে বেরিয়ে চার্জ করতে চেয়েছিলেন কেন উইলিয়ামসন। তবে অক্ষরের আর্ম বলটা ধরতে পারেননি তিনি। যার ফলে লাইন মিস করেন। লোকেশ রাহুল সুযোগটা হারাননি। স্টাম্পিংয়ের শিকার বানান উইলিয়ামসনকে। ৮১ রানে ফেরেন তিনি।

নিউজিল্যান্ড ১৬৯/৭, ৪০.৬ ওভার

০২ মার্চ ২০২৫, ২১:৪৩ পিএম

১০ বলে ২ উইকেট খুইয়ে বিপদে নিউজিল্যান্ড

গ্লেন ফিলিপসকে এলবিডব্লিউ করে শুরু করেছিলেন বরুণ চক্রবর্তী। নিজের পরের ওভারের প্রথম বলে তিনি ফেরালেন এবার মাইকেল ব্রেসওয়েলকেও। ১০ বলের ব্যবধানে দুই উইকেট খুইয়ে বিপাকেই পড়ে গেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ১৫৯/৬, ৩৭.১ ওভার

০২ মার্চ ২০২৫, ২১:২৩ পিএম

জাদেজার শিকার ল্যাথাম

রবীন্দ্র জাদেজার বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন টম ল্যাথাম। বলের লাইন মিস করে বসলেন। বল গিয়ে আঘাত হানল স্টাম্পে। সঙ্গে সঙ্গে বিশাল আবেদন, আর আম্পায়ার আঙুল তুলে দিলেন। আরও একটা উইকেটের পতন, ভারত আরও একটু করে ফিরল ম্যাচে।

নিউজিল্যান্ড ১৩২/৪, ৩২.২ ওভার

০২ মার্চ ২০২৫, ২০:৫৭ পিএম

মিচেলের বিদায়, ম্যাচে ফিরবে ভারত?

কুলদীপ যাদব বিশাল এক ব্রেক থ্রু এনে দিলেন ভারতকে। তার বলটা ড্যারিল মিচেলের প্যাডে লাগতেই আঙুল তুলে দিলেন আম্পায়ার মাইকেল গফ।

মিচেল উইলিয়ামসনের সঙ্গে আলোচনা করে রিভিউ নেন। অফ আর মিডল স্টাম্পের আশপাশে ফুল লেংথে পড়ে বলটা ভেতরে ঢুকেছে, মিচেল সামনে এসে ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন, পারেননি। বলটা তার ব্যাটের ভেতরের কানা পাশ কাটিয়ে হাঁটুর নিচের অংশে লাগল। তিনটি লাল বাতি জ্বলতেই বিদায়ঘণ্টা বাজে মিচেলের। ৮২ বলে ৪৪ রানের জুটি ভাঙে কিউইদের।

নিউজিল্যান্ড ৯৩/২, ২৫.১ ওভার

০২ মার্চ ২০২৫, ২০:০২ পিএম

বরুণের গুগলিতে শেষ ইয়াং

পাওয়ারপ্লে শেষের একটু পরই ফিরলেন উইল ইয়াং। বরুণ চক্রবর্তীর করা ১২তম ওভারে এক গুগলিতে বিভ্রান্ত হলেন তিনি। ভাঙল তার স্টাম্প।

নিউজিল্যান্ড ৪৯/২, ১১.৩ ওভার

০২ মার্চ ২০২৫, ১৯:২৮ পিএম

শুরুতেই ফিরলেন রাচিন

বাংলাদেশের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন রাচিন। তবে সে ফর্মটা দুবাইতে টেনে আনতে পারলেন না তিনি। আউট হলেন দ্রুতই। হার্দিক পান্ডিয়ার শর্ট বলে ক্যাচ দিলেন ডিপ থার্ডম্যানে থাকা অক্ষর পাটেলের হাতে।

নিউজিল্যান্ড ১৭/১, ৩.৬ ওভার

০২ মার্চ ২০২৫, ১৮:৩২ পিএম

২৪৯ এ গিয়ে থামল ভারত

শেষ ওভারে ব্যাট চালাতে গিয়ে হার্দিক পান্ডিয়া উইকেট খোয়ালেন, ফেরার আগে করলেন ৪৫ বলে ৪৫। এরপর ওভার শেষের আগে ফিল্ডারের ছোড়া বল থেকে লাগল মোহাম্মদ শামির কাঁধে, পেলেন ব্যথা। যা আবার ভারতকে ফেলে দিয়েছিল শঙ্কায়, তাদের ফ্রন্টলাইন বোলার যে এখন শামি! তবে তিনি পরে ব্যাট করেছেন শেষ বলে, যদিও আউট হয়েছেন সে বলে। 

তবে ভারত ভালো একটা পুজিই পেয়ে গেছে শেষের আগে। ২৪৯ রান নিয়ে ইনিংস শেষ করেছে দলটা।

ভারত ২৪৯/৯, ৫০ ওভার

০২ মার্চ ২০২৫, ১৮:২৫ পিএম

এবার উইলিয়ামসনের দারুণ ক্যাচ, জাদেজা ফিরলেন

ইনিংসের শুরুর দিকে বিরাট কোহলিকে দারুণ এক ক্যাচে ফিরিয়েছিলেন সুপারম্যান গ্লেন ফিলিপস। এবার দারুণ ক্যাচ নিয়ে দৃশ্যপটে কেন উইলিয়ামসন। তিনিও পয়েন্টে নিলেন কঠিন এক ক্যাচ। ম্যাট হেনরির বলে কাট করতে চেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তার বল অনেকটা সামনে পড়ছিল উইলিয়ামসনের। বাম পাশে ঝুঁকে তিনি ক্যাচটা নিতে ভুল করলেন না অবশ্য।

ভারত ২২৩/৭, ৪৫.৫ ওভার

০২ মার্চ ২০২৫, ১৭:৫৩ পিএম

রাহুলকে হারাল ভারত

মিচেল স্যান্টনারের বলে ব্যাকফুট পাঞ্চ করতে চেয়েছিলেন লোকেশ রাহুল। তবে তার ব্যাটে লেগে বলটা গেল উইকেটরক্ষক টম ল্যাথামের হাতে। ২৯ বলে ২৩ রান করে ফিরলেন রাহুল। ভারতের ২৫০ পেরোনোর সম্ভাবনা কমে গেল আরও একটু।

ভারত ১৮২/৬, ৩৯.১ ওভার

০২ মার্চ ২০২৫, ১৭:২৯ পিএম

সেঞ্চুরি হলো না শ্রেয়াসের

ফিফটিটা পেয়েছিলেন অনেক মন্থর গতিতে খেলে, ক্যারিয়ারে এত ধীরগতির ফিফটি আর করতে হয়নি তাকে। তবে সে ফিফটির পর শ্রেয়াস আইয়ার হাত খোলা শুরু করেছিলেন। ৭৫ বলে ফিফটির পরের ২৩ বলে তিনি তুলেছেন ২৯ রান। সেঞ্চুরির সম্ভাবনাও দেখছিলেন। তবে শেষমেশ তা আর বাস্তবে রূপ নিল না। উইল ও রোর্কের বলে আরেক 'উইল' ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়ে ৭৯ রানে ফেরেন তিনি। 

ভারত ১৭২/৫, ৩৬.২ ওভার

০২ মার্চ ২০২৫, ১৭:২১ পিএম

ফিফটির আগে ফিরলেন অক্ষর

ফিফটির আগে ফিরলেন অক্ষর

ওপাশে সঙ্গী শ্রেয়াস ফিফটি পেয়ে গেছেন। এবার পালা ছিল অক্ষরের। তবে তিনি তা পারলেন না।

রাচিন রবীন্দ্রকে প্যাডেলড পুল করতে গিয়ে ব্যর্থ হলেন। টপ এজ হয়ে শর্ট ফাইন লেগে থাকা কেন উইলিয়ামসনের হাতে গিয়ে পড়ল বল।

তবে ফেরার আগে ৪২ রানের ইনিংসে টিম ম্যানেজমেন্টকেও একটা বার্তা দিয়ে গেলেন তিনি। ব্যাটিংটাও নেহায়েত মন্দ করেন না। ৫ এর জন্য নিয়মিতও তাকে বিবেচনায় রাখা যায় এখন।

ভারত ১২৮/৪, ২৯.২ ওভার

০২ মার্চ ২০২৫, ১৭:০১ পিএম

ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির ৫০ ছুঁলেন শ্রেয়াস

৭৫ বলে ফিফটি করলেন শ্রেয়াস আইয়ার। তার এই ফিফটি তার ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির। এর আগে এই টুর্নামেন্টে শুভমান গিলও তার ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির ফিফটির দেখা পেয়েছিলেন, এবার পেলেন শ্রেয়াস।

কঠিন উইকেটে শ্রেয়াস ব্যাটিংটা করছেন বেশ। ৪টি চারে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।

ভারত ১১৮/৩, ২৮ ওভার

০২ মার্চ ২০২৫, ১৬:৪৩ পিএম

ভারতের ‘সেঞ্চুরি’

দ্রুত তিন উইকেট হারালেও শ্রেয়াস আর অক্ষরের ব্যাটে তা সামাল দিয়েছে ভারত। খানিকটা দেরিতে হলেও সেঞ্চুরির দেখা পেয়ে গেছে। ইনিংসের ২৫তম ওভারে গিয়ে তিন অঙ্ক ছুঁল ভারতের রান। উইকেট ওই তিনটিই।

ভারত ১০০/৩, ২৪.৪ ওভার

০২ মার্চ ২০২৫, ১৬:৩৪ পিএম

শ্রেয়াস-অক্ষরের ‘ফিফটি’

৩০ রানে ৩ উইকেট খুইয়ে ভারত খাদের কিনারে চলে গিয়েছিল। সেখান থেকে দলের হাল ধরেছেন শ্রেয়াস আইয়ার আর অক্ষর পাটেল। দুজন মিলে চতুর্থ উইকেটে যোগ করলেন ৫০ রান। 

তবে দুজনের এ জুটি এগোচ্ছে বেশ ধীরে। এখন পর্যন্ত ৫৮ রান তারা যোগ করেছেন, তাদের খেলতে হয়েছে ৯২ বল।

ভারত ৮৮/৩, ২২.২ ওভার 

০২ মার্চ ২০২৫, ১৫:৪৬ পিএম

৩০০তম ম্যাচটা রাঙাতে পারলেন না কোহলি

৩০০তম ম্যাচটা রাঙাতে পারলেন না কোহলি

ক্যারিয়ারের ৩০০তম ওয়ানডে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। তবে তার ম্যাচটা রাঙানো হলো না।

উইকেটটা তুলনামূলক মন্থরগতির। তা দেখে কোহলিও এগোচ্ছিলেন হিসেব করে, পাওয়ারপ্লের সুযোগটা নিতে চাইছিলেন। তাতে তার ব্যাটের কানায় লেগে বল বেরিয়ে গিয়েছে একাধিকবার। এরপরই তিনি অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে চাইলেন ম্যাট হেনরির বলে। পয়েন্টে থাকা গ্লেন ফিলিপস দারুণ এক ক্যাচে থামালেন তাকে।

মাথা এদিক ওদিক করতে করতে ফিরতে হলো তাকে। গিল, রোহিতের পর কোহলিকেও হারালো ভারত।

ভারত ৩০/৩, ৬.১ ওভার

০২ মার্চ ২০২৫, ১৫:৩৫ পিএম

শুরুতেই নেই গিল-রোহিত

ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হলেন শুভমান গিল। রিভিউ নিয়েও লাভ হয়নি, রিপ্লেতে দেখা যায় লেগ স্টাম্পের মাথা ছুঁয়ে যেত বলটা। ঘটনাটা ইনিংসের তৃতীয় ওভারের।

এরপর রোহিত শর্মাও ফিরলেন দ্রুতই। ষষ্ঠ ওভারের প্রথম বলে কাইল জেমিসনকে পুল করতে চেয়েছিলেন, পারেননি, বলটা একটু ধীরে এসেছে ব্যাটে। তার ব্যাটের কানায় লেগে বলটা চলে যায় স্কয়ার লেগে। সেখানে উইল ইয়াং ক্যাচটা নেন সহজেই। 

ভারত ২২/২, ৫.১ ওভার

০২ মার্চ ২০২৫, ১৫:২৮ পিএম

টস জিতে বোলিংয়ে নিউজিল্যান্ড

টসটা জিতল নিউজিল্যান্ড। তারা ব্যাটিংয়ে পাঠাল ভারতকে। 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও রোর্ক

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম