Logo
Logo
×

খেলা

বাবর-আফ্রিদিদের বাদ দিয়ে তারুণ্যের দিকে চেয়ে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম

বাবর-আফ্রিদিদের বাদ দিয়ে তারুণ্যের দিকে চেয়ে পাকিস্তান

ছবি: সংগৃহীত

আইসিসি ইভেন্টে একের পর এক ব্যর্থ হচ্ছে পাকিস্তান। সবশেষ ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে বড় স্বপ্ন দেখেছিল দলটির সমর্থকরা। অথচ, সেই আসরে কিনা সবার আগে বাদ মোহাম্মদ রিজওয়ানের দল। এই অবস্থায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলটির অভিজ্ঞ ক্রিকেটাররা। পিসিবিও বিরক্ত বাবর-আফ্রিদিদের ওপর। যে কারণে ভবিষ্যতের কথা বিবেচনা করে তারুণদের নিয়ে দল গড়ার পরিকল্পনা করছে বোর্ড।

ক্রিকেট পাকিস্তানের সূত্র মতে, আগামী মার্চ এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই দেখা যাবে তরুণ দল। যেখানে দলের সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে তরুণদের নিউজিল্যান্ড সফরে পাঠাবে পিসিবি। সেই সঙ্গে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়া নিয়ে পরিকল্পনা সাজাবে এসব তরুণ প্রতিভাবানদের নিয়ে।

জানা গেছে, সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করা তরুণরা নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসাবে লাহোরে পিসিবি কর্মকর্তাদের আমন্ত্রণ পেয়েছে। যাতে পরিষ্কার, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এসব তরুণদের নিয়ে ভাবছে বোর্ড।

দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ এক্ষেত্রে বেশকজন প্রতিভাবান তরুণ খেলোয়াড়কে দলে রাখার পরামর্শ দিয়েছেন। তার সেই তালিকায় রয়েছে, হাসান নওয়াজ, আলী রাজা, আবদুল সামাদ, আকিফ জাভেদ এবং খুজা নাফে। আর এই দলের অধিনায়ক হিসেবে তিনি অলরাউন্ডার শাদাব খানকে বেছে নিয়েছেন।

এছাড়াও লতিফ তার স্কোয়াডে মোহাম্মদ হারিস, সুফিয়ান মুকিম, আরাফাত মিনহাস, ইরফান খান নিয়াজি, জামান খান, মোহাম্মদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, সালমান আলি আগা, আবরার আহমেদ, ওমাইর বিন ইউসুফ এবং খুশদিল শাহকেও রাখার কথা বলেছেন।

উল্লেখ্য, আগামী ১২ মার্চ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে পাকিস্তান দল। ১৬ মার্চ মাঠে গড়াবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। এরপর ৩টি ওয়ানডে সিরিজের মধ্যে দিয়ে ৫ এপ্রিল শেষ হবে এই সফর। যেখানে দলের সিনিয়র খেলোয়াড় যেমন-শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ এবং বাবর আজমের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হবে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম