Logo
Logo
×

খেলা

দল পাননি লিটন-মুস্তাফিজ, বাকিরা কী পারিশ্রমিক পাবেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৯:১৪ এএম

দল পাননি লিটন-মুস্তাফিজ, বাকিরা কী পারিশ্রমিক পাবেন?

ছবি: সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ১২ দল ও ৪৮ ম্যাচের লিগের ট্রফি উন্মোচন হলো কাল মিরপুরে। লিগে এবার নতুন দুই দল গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক। প্রথমদিন মুখোমুখি হবে ছয় দল।

মিরপুরে গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ নবাগত অগ্রণী ব্যাংক। মিরপুর ছাড়াও খেলা হবে বিকেএসপিতেও। ঢাকা প্রিমিয়ার লিগে এবারই প্রথম যুক্ত হচ্ছে টিভি রিভিউ সিস্টেম ও থার্ড আম্পায়ার। ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

তামিম ইকবাল ও মোসাদ্দেক হোসেন সৈকত যথাক্রমে মোহামেডান ও আবাহনীকে নেতৃত্ব দেবেন। গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়ক আজিুল হাকিম এবং অগ্রণী ব্যাংকের মার্শাল আইয়ুব।

জাতীয় দল থেকে অবসরে যাওয়া মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আশা করি ভালো একটি টুর্নামেন্ট হবে। লিগ শুরুর আগে আমার একটাই দাবি, ক্রিকেটাররা যেন নিজেদের পারিশ্রমিক ঠিকমতো পায়, এটা নিশ্চিত করতে হবে। এই লিগ ক্রিকেটারদের উপার্জনের সবচেয়ে বড় জায়গা।’

তার সঙ্গে সুর মেলান সিনিয়র ক্রিকেটার অগ্রণী ব্যাংকের মার্শাল আইয়ুব। গত আসরের পারিশ্রমিকের পুরোটা দেওয়া হয়নি বলে অভিযোগ কয়েকজন ক্রিকেটারের। লিজন্ডেস অব রূপগঞ্জের অধিনায়ক আকবর আলী বলেন, ‘এই প্রথম আম্পায়ার্স কলে রিভিউ থাকছে। সব খেলা সম্প্রচার করা হবে। এগুলো দারুণ ব্যাপার। দর্শকরা তো দেখতে পারবেনই, আমরাও দেখার সুবিধা পাব। আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ না হয়ে তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউয়ের সুযোগ থাকবে।’

গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয় বলেন, ‘গত আসরটা আমার অনেক ভালো কেটেছিল। এবার আমি গাজী গ্রুপে। এই দলের সঙ্গে চ্যাম্পিয়ন শব্দটা লেগে আছে। প্রতিদ্বন্দ্বিতামূলক লিগের জন্য প্রস্তুত।’

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘লিগ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা প্রায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা করি, মাঠে ও মাঠের বাইরে কোনো বিতর্ক হবে না।’

এদিকে ঘরোয়া এই শীর্ষ টুর্নামেন্টে লিটন দাস এখনো দল পাননি। এই তালিকায় রয়েছেন মুস্তাফিজুর রহমানও। লিটন গত আসরে খেলেছেন আবাহনীতে। এবার আবাহনী ভাঙা হাট। ৮-১০ জন ক্রিকেটারকে তারা ধরে রাখতে পারেনি। লিটন দাসকে যে ক্লাব নিতে আগ্রহ দেখিয়েছে, তিনি ৬০ লাখ টাকা দাবি করেছেন। রূপগঞ্জ তাকে ৪০ লাখ টাকা দিতে চাইলে তিনি রাজি হননি। মুস্তাফিজের সঙ্গে কোনো দলের কথা হয়নি। একটি সূত্র জানিয়েছে, তার সঙ্গে আইপিএলের একাধিক দল যোগাযোগ করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম