Logo
Logo
×

খেলা

দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামার আগেই বাদ আফগানিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৭:০৭ পিএম

দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামার আগেই বাদ আফগানিস্তান

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ওপর নির্ভর করছিল আফগানিস্তানের ভাগ্য। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেতে এই ম্যাচে ইংল্যান্ডের বড় ব্যবধানে জয় প্রয়োজন ছিল তাদের। রানের হিসাবে ইংল্যান্ডকে অন্তত ২০৭ রানে জিততে হতো এই ম্যাচ। তাহলেই রানরেটের হিসাবে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে যেত দক্ষিণ আফ্রিকা। কিন্তু ইংল্যান্ড যে আগে ব্যাট করে সে রান পর্যন্ত পৌঁছাতেই পারেনি।

করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১৭৯ রানে অল আউট হয়ে গেছে ইংল্যান্ড। তাতে ব্যাটিংয়ে নামার আগেই নিশ্চিত হয়ে গেছে প্রোটিয়াদের সেমিফাইনাল স্পট আর আফগানদের বিদায়।

এখন ইংল্যান্ডের দেওয়া ১৮০ রানের লক্ষ্য ছুঁতে পারলে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে পা রাখবে প্রোটিয়ারা। বৃষ্টিতে ম্যাচটি যদি ফল না দেখে তবু অস্ট্রেলিয়াকে টপকে গ্রুপের শীর্ষস্থান দখল করবে প্রোটিয়ারা। হেরে গেলে অবশ্য রানার্সআপ হিসেবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা।

সেমিফাইনালে ভারত না নিউজিল্যান্ড, কোন দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে দক্ষিণ আফ্রিকা, সেটি নির্ধারিত হবে আগামীকাল ভারত-নিউজিল্যান্ড ম্যাচে। ভারতের বিপক্ষে খেলা পড়লে দুবাইয়ে যেতে হবে দলটিকে। নিউজিল্যান্ড প্রতিপক্ষ হলে সেমিফাইনাল হবে পাকিস্তানের লাহোরে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম