Logo
Logo
×

খেলা

রানপ্রতি ৩ লাখ, চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে দামি ক্রিকেটার যিনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১০:২০ এএম

রানপ্রতি ৩ লাখ, চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে দামি ক্রিকেটার যিনি

ছবি: সংগৃহীত

তারা টুর্নামেন্টের আয়োজক। নিজেদের উঠোনে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসিয়ে নিজেরাই দর্শক হয়ে গেছে। গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে একটি ম্যাচও জিততে না পারা পাকিস্তান। আশ্চর্যের বিষয়, টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড় বিরাট কোহলি কিংবা বাবর আজম নন, ইমাম-উল-হক। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম এই আশ্চর্যজনক খবর দিয়েছে।

খবরে বলা হয়, চোটাক্রান্ত ফখর জামানের বদলে পাকিস্তান দলে ফেরা ওপেনার ইমামকে ৩০ লাখ রুপি দেবে সেদেশের বোর্ড! ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র ১০ রান করা ইমাম প্রতিটি রানের জন্য বোর্ডের কাছ থেকে পাবেন তিন লাখ রুপি। সেই হিসাবে তার অ্যাকাউন্টে জমা হবে ৩০ লাখ রুপি!

সেই তুলনায় ভারত অধিনায়ক রোহিত শর্মা গ্রুপপর্বের দুই ম্যাচের জন্য পাবেন ১২ লাখ রুপি। আর প্রতিটি রানের জন্য তার অ্যাকাউন্টে জমা হবে ১৯,৬৭২ রুপি। বিরাট কোহলি প্রতিটি রানের জন্য পাবেন ৯,৮০৬ রুপি। এছাড়া এ পর্যন্ত দুই ম্যাচে ১২২ রান করা কোহলি আরও ১২ লাখ রুপি পাবেন পারিশ্রমিক হিসাবে।

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম তার দেশের অন্যতম উচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। প্রতি মাসে তিনি বেতন পান ৪৫ লাখ রুপি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটি রানের জন্য বাবর পাবেন প্রায় এক লাখ রুপি। সেই হিসাবে দুই ম্যাচে ৮৭ রান করায় আরও ৮৭ লাখ রুপি জমা হবে তার অ্যাকাউন্টে।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম