Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে রাহুলকে সুখবর দিলেন শ্বশুর সুনীল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১০:১৩ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে রাহুলকে সুখবর দিলেন শ্বশুর সুনীল

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতের। এখন গ্রুপপর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য। সেই লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে রোহিত শর্মার দল। তবে তার আগে সুখবর পেয়েছেন উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল।

দুবাইয়ে ভারতের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরই রাহুলকে সুখবর দেন তার বলিউড অভিনেতা শ্বশুর সুনীল শেট্টি। তিনি জানিয়েছেন, এপ্রিলেই বাবা হতে চলেছেন রাহুল। অর্থাৎ আইপিএলের মাঝেই প্রথমবার বাবা হবেন রাহুল।

এর আগে, গত বছরের নভেম্বরে মাতৃত্বের ঘোষণা দিয়েছিলেন রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। তবে কবে সন্তানের জন্ম হবে সে বিষয়ে ধোঁয়াশা রেখেছিলেন তিনি। এবার সেটাই জানিয়ে দিলেন তার বাবা সুনীল। এক পডকাস্টে কথোপকথনের ফাঁকে সুনীল জানিয়েছেন, এপ্রিলেই রাহুল-আথিয়ার সন্তানের জন্ম হবে।

নৈশভোজে শেট্টি পরিবারের মধ্যে কী কথা হয় তা জানতে চাওয়া হয়েছিল সুনীলের কাছে। তার উত্তরে তিনি বলেন, ‘এখন শুধু হবু নাতি-নাতনিদের নিয়েই কথা হয়। আর কোনও বিষয়েই আলোচনা করি না। কারণ অন্য কোনও আলোচনা চাই-ই না। আপাতত এপ্রিলে আথিয়ার সন্তানের জন্মের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি।’

মাতৃত্বের এই পর্বে আথিয়ার আচরণেরও প্রশংসা করেছেন সুনীল। বলেন, ‘এই মুহূর্তটায় সব কিছুই সন্তানকে ঘিরে আবর্তিত হয়। সে ছেলে হোক কি মেয়েই হোক, আমাদের কিছুই যায়-আসে না। আমি বরাবর বিশ্বাস করে এসেছি, অন্তঃসত্ত্বা থাকার সময়েই মানাকে (সুনীলের স্ত্রী) সবচেয়ে বেশি সুন্দরী লাগত। এখন আথিয়াকে দেখেও সেটাই মনে হয়।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম