Logo
Logo
×

খেলা

আফগানিস্তানকে দেখিয়ে ওয়াসিম-ওয়াকারকে খোঁচা দিলেন জাদেজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

আফগানিস্তানকে দেখিয়ে ওয়াসিম-ওয়াকারকে খোঁচা দিলেন জাদেজা

ছবি: সংগৃহীত

এক সময় বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানো পেস জুটি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসকে এখন তাদেরও উত্তরসূরিদের কারণে খোঁচা সহ্য করতে হচ্ছে। অবশ্য সেই সুযোগটা করে দিয়েছেন বাবর-রিজওয়ানরা। ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ পাকিস্তান। অথচ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে প্রশংসায় ভাসছে আফগানিস্তান ক্রিকেট দল। এবার সেই দলের সাবেক কোচ অজয় জাদেজা সুযোগ বুঝে খোঁচা দিয়েছেন ওয়াসিম-ওয়াকারকে।

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা অংশ নিয়েছিলেন পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের সঙ্গে। সেখানে আফগানিস্তানের প্রশংসা করতে গিয়েই ওয়াকার–ওয়াসিমকে খোঁচা দেন জাদেজা।

আফগানিস্তানের সাবেক কোচ জাদেজা বলেন, ‘এটা (আফগানিস্তানের ইংল্যান্ডকে হারানো) বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।’ এর উত্তরে আকরাম বলেন, ‘নিশ্চয়ই, নিশ্চয়ই।’ ওয়াসিম এরপর যোগ করেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে তারা যেভাবে জিতেছে...দ্রুত উইকেট হারানোর পর ইব্রাহিম জাদরান খুব ভালো খেলেছে এবং ভেজা বল দিয়ে ৩২০ রান ডিফেন্ড করেছে। শিশিরের কারণে বল সত্যিকার অর্থেই ভেজা ছিল।’

ওয়াসিমের এমন কথার পরই সুযোগ বুঝে খোঁচ দেন জাদেজা। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের কোচিং স্টাফে থাকা জাদেজা বলেন, ‘বন্ধু, আইসিসি টুর্নামেন্টে তারা তোমাদের চেয়ে বেশি ম্যাচ জিতেছে! যদি কেউ এটাকে (আফগানিস্তানের ইংল্যান্ডকে হারানো) বিচ্ছিন্ন ঘটনা মনে করে, তাহলে নিজেদেরই বোকা বানাবে।’

জাদেজার কথা অবশ্য মিথ্যা নয়। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আইসিসি টুর্নামেন্ট শুরু করার পর থেকে পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তি দেখিয়েছে আফগানরা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোনো ম্যাচই জিততে পারেনি পাকিস্তান। যে কারণে সুযোগ বুঝে ওয়াসিম-ওয়াকারকে খোঁচা দিতেও ছাড়েননি জাদেজা।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম