Logo
Logo
×

খেলা

আফগানদের সঙ্গে কাজ করতে পাকিস্তানকেও ‘না’ বলেছিলেন ইউনিস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ পিএম

আফগানদের সঙ্গে কাজ করতে পাকিস্তানকেও ‘না’ বলেছিলেন ইউনিস

আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুধবার ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে আরেকটি বড় অঘটনের জন্ম দিয়েছে। লাহোরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পাওয়া আফগানদের জন্য এটি ছিল আইসিসি টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় জয়। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতেও তারা ইংল্যান্ডকে হারিয়েছিল। 

২০২৩ বিশ্বকাপে দলের মেন্টর ছিলেন ভারতের সাবেক অলরাউন্ডার অজয় জাদেজা, যিনি বিনামূল্যে আফগানিস্তানকে পরামর্শ দিয়েছিলেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান নিয়োগ দিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে, যিনি কোনো আর্থিক সুবিধা ছাড়াই দায়িত্ব পালন করছেন।  

এবার পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার রশিদ লতিফ জানিয়েছেন, ইউনিস খান পাকিস্তানের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়ে আফগানিস্তানের মেন্টর হয়েছেন।  

জিও নিউজের ‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানে লতিফ বলেছেন, ‘ইউনিস খান পাকিস্তান ক্রিকেটের সঙ্গে কাজ করার প্রস্তাবকে ‘না’ বলে আফগানিস্তানের সঙ্গে যুক্ত হয়েছেন। এখানে কোনো আর্থিক সুবিধা নেই তার।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান ইউনিসের নিয়োগ নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেন, ‘যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে, তাই স্বাগতিক দেশের একজন অভিজ্ঞ ও দক্ষ খেলোয়াড়কে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল। আমরা ইতোমধ্যেই ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ স্বাগতিক দেশের মেন্টরদের সঙ্গে ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছি।’ 

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম