Logo
Logo
×

খেলা

নতুন কোচের খোঁজে নামছে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২২ পিএম

নতুন কোচের খোঁজে নামছে পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। কোনো জয় ছাড়াই শেষ করেছে টুর্নামেন্ট। এই ব্যর্থতার দায়ভার এসে পড়ছে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের ওপর। তার চুক্তি নবায়ন হচ্ছে না এমন ব্যর্থ টুর্নামেন্টের পর। ফলে শিগগিরই নতুন কোচের সন্ধানে নামছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্র ধরে জিও নিউজ জানিয়েছে, ‘আকিব জাভেদকে তার পদে কোনো বাড়তি সময় দেওয়া হবে না। নিউজিল্যান্ড সফরের জন্য নতুন কোচ নিয়োগ করা হবে।’

পাকিস্তান তাদের ঘরের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে কোনো জয় ছাড়াই। যেখানে বৃষ্টির কারণে বাংলাদেশ বিরুদ্ধে তাদের শেষ ম্যাচও পরিত্যক্ত হয়ে যায়। এটি ছিল ১৯৯৬ সালের পর পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট। সে টুর্নামেন্টে এমন পারফর্ম্যান্স দলটাকে যন্ত্রণা দিচ্ছে খুব।

গত নভেম্বরে গ্যারি কারস্টেনের পদত্যাগের পর আকিব জাভেদকে কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। তবে তার অধীনে পারফর্ম করতে পারেনি দলটা। দ্রুত টুর্নামেন্ট থেকে বাদ পড়া শুধুমাত্র সমর্থকদেরই নয়, সরকারেরও নজর কেড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক ও পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক সহকারী রানা সানাউল্লাহ জিও নিউজে জানান, প্রধানমন্ত্রী নিজে এই পরিস্থিতি নিয়ে নজর দেবেন।

এদিকে কিছু সিনিয়র পাকিস্তানি ক্রিকেটার নিউজিল্যান্ড সফর থেকে বিরতি নেওয়ার কথা ভাবছেন। যাতে তারা সম্প্রতি খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়ার ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম