Logo
Logo
×

খেলা

১ নয়, ৩ বিদেশী কোচের খোঁজে ফেডারেশন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ এএম

১ নয়, ৩ বিদেশী কোচের খোঁজে ফেডারেশন

আগে একজন কোচ ছিলেন সাঁতারে। এবার পেশাদারিত্বের পথে হাঁটছে সাঁতার ফেডারেশন। বুধবার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে নির্বাহী কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে তিনজন বিদেশি কোচ নিয়োগের। 

সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিংয়ের জন্য আলাদা আলাদা বিদেশি কোচ নিয়োগ দেবে ফেডারেশন। কাল বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। 

তার কথায়, ‘আমরা এমন কোচ আনতে চাই, যারা কেবল জাতীয় দল নয়, প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সবস্তরে কাজ করতে রাজি হবেন। যদিও আমাদের প্রতিভাবান সাঁতারুর সংকট রয়েছে। সংকট কাটাতে আমাদের দ্রুত প্রতিভা অন্বেষণের পথে হাঁটতে হবে। আমরা ইতোমধ্যে কমিটি করেছি, যাদের দায়িত্ব দেশব্যাপী কী করে ট্যালেন্ট হান্ট কর্মসূচি করা যায়, তার একটি রূপরেখা ঠিক করা।’ 

কোচের খোঁজে এশিয়াতেই দৃষ্টি শাহিনের, ‘আমরা জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, সিঙ্গাপুরের মতো দেশগুলো থেকে কোচ আনতে চাই। যাদের অলিম্পিক গেমসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম