Logo
Logo
×

খেলা

আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপে বাংলাদেশের ১৫ সোনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫ পিএম

আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপে বাংলাদেশের ১৫ সোনা

শ্রীলংকার অনুরাধাপুরায় অনুষ্ঠিত ১২তম উন্মুক্ত আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপ-২০২৫-এ ১৫টি সোনা, ৩টি রুপা এবং ৫টি ব্রোঞ্জ পদক জিতেছে মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিযোগীরা।

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিস্তিন এবং শ্রীলংকার প্রায় ২ হাজার জন খেলোয়াড় অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।

কোচ সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে মার্শাল আর্ট ফাউন্ডেশনের ১০ খেলোয়াড় অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।

একক কাতা, দলগত কাতা এবং কুমিতে- এই তিন ক্যাটাগরিতে অংশ নিয়েছেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিযোগীরা। একক কাতায় সোনা জিতেছে সাবেকাতুল জান্নাহ, সিদরাতুল মুনতাহা, অপূর্ব মজুমদার, রাইয়ান সিদ্দিক, ইকরামুল তাহসিম, কাজি ইসতিয়াক জোহান ও আব্দুর রউফ।

মেয়েদের দলগত কাতায় সোনা পেয়েছে করে সাবেকাতুল জান্নাহ, অর্পা মজুমদার ও সিদরাতুল মুনতাহা। ছেলেদের বিভাগে ইকরামুল তাহসিম, কাজি ইসতিয়াক জোহান ও আব্দুর রউফও জিতেছে সোনা। কুমিতে ইভেন্টে সোনা পেয়েছে সাবেকাতুল জান্নাহ, সিদরাতুল মুনতাহা, তাসফিয়া ইসলাম তানহা, অপূর্ব মজুমদার, কাজি ইসতিয়াক জোহান ও আব্দুর রউফ।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম